ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫
Sharenews24

এবার রোডম্যাপ ঘোষণা, শিগগিরই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর

২০২৫ জানুয়ারি ১১ ১৫:৫১:২৭
এবার রোডম্যাপ ঘোষণা, শিগগিরই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চলমান অনিশ্চয়তা নিরসনের লক্ষ্যে শিগগিরই একটি রোডম্যাপ প্রকাশ করা হবে এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার, জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

তিনি শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন।

এসময় তৌহিদ হোসেন দেশের রাজনৈতিক দলের বিভেদ এবং বিদেশে তাদের শাখা নিয়ে মন্তব্য করে বলেন, “বিদেশে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর এত শাখা না হলে অনেক ভালো হতো। এসব শাখা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করে।” তিনি বলেন, বিশেষ করে বিএনপি, আওয়ামী লীগসহ অন্যান্য দলের মিছিল-স্লোগান বা ডিম ছোড়ার মতো ঘটনা আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের ব্র্যান্ডিংয়ের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

পররাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, রাজনৈতিক অস্থিরতা দূর হলে বিনিয়োগকারীরা বাংলাদেশে আসবে এবং দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে।

তিনি ভারতীয় মিডিয়ার বিরুদ্ধে অভিযোগ করেন যে, গত চার মাসে তারা বাংলাদেশকে নিয়ে ব্যাপক নেতিবাচক প্রচারণা চালাচ্ছে। এসব প্রচারণায় এমন তথ্য প্রচারিত হচ্ছে যে, সীমান্তে যুদ্ধাবস্থা চলছে এবং বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতা হচ্ছে। তিনি বলেন, “ভারতীয়দের এই অপপ্রচার রুখতে গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন।”

তৌহিদ হোসেন আরো বলেন, “বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলোতে প্রবাসীরা যথাযথ সহায়তা না পাওয়ার বিষয়ে কিছু অভিযোগ উঠেছে, তবে সেগুলোর সবই সত্য নয়। তবে বিমানবন্দরে প্রবাসীদের হয়রানির অভিযোগে সরকার কঠোর পদক্ষেপ নেবে।”

এভাবে রাজনৈতিক অস্থিরতা, আন্তর্জাতিক মিডিয়ার অপপ্রচার এবং প্রবাসীদের সমস্যাগুলোর সমাধানে সরকারের দৃঢ় মনোভাবকে তুলে ধরে পররাষ্ট্র উপদেষ্টা দেশটির উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে