ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫
Sharenews24

হলিউডের স্মৃতি নিয়ে কাঁদছেন জায়েদ খান, বিপর্যয়ে দোয়া চাইলেন

২০২৫ জানুয়ারি ১১ ১৮:৪০:৪৩
হলিউডের স্মৃতি নিয়ে কাঁদছেন জায়েদ খান, বিপর্যয়ে দোয়া চাইলেন

নিজস্ব প্রতিবেদক: চিত্রনায়ক জায়েদ খান বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থান করছেন, যেখানে দাবানলের ভয়াবহ পরিস্থিতি তীব্র আকার ধারণ করেছে। তিনি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন দাবানলের দৃশ্য এবং ক্যালিফোর্নিয়ার জনগণের জন্য দোয়া-প্রার্থনার আহ্বান করেছেন।

জায়েদ খান জানান, দাবানলের ক্ষতির মধ্যে এমন জায়গা রয়েছে যেখানে তিনি একসময় অনেকবার গিয়েছেন, এবং সেখানে হলিউডের অনেক জনপ্রিয় তারকার বাড়ি ছিল। তিনি বলেন, “অতীতে যেসব জায়গায় ঘুরেছি, সেখানে আমার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। অনেক শিল্পী প্রাণে বাঁচতে এক কাপড়ে তাদের বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন।”

তিনি তার পোস্টের মাধ্যমে হলিউডের শিল্পীদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, “আমার ভেতরটা সত্যিই কাঁদছে।”

বর্তমানে এই দাবানলে ১০ জনের মৃত্যু হয়েছে এবং প্রায় ১০ হাজার বাড়ি ও অবকাঠামো পুড়ে গেছে, যার মধ্যে অনেক হলিউড তারকার বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

কেএইচ/

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে