ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫
Sharenews24

টিউলিপ এবার হুমকি দিলেন অন্তঃসত্ত্বা সাংবাদিককে ভিডিও ফাঁস

২০২৫ জানুয়ারি ১১ ১৩:১২:১৮
টিউলিপ এবার হুমকি দিলেন অন্তঃসত্ত্বা সাংবাদিককে ভিডিও ফাঁস

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে তার স্বৈরাচারী কার্যকলাপ নিয়ে প্রশ্ন করার কারণে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক একটি অন্তঃসত্ত্বা সাংবাদিককে হুমকি প্রদান করেন। ২০১৭ সালের ওই ঘটনার ভিডিও সম্প্রতি আবারও সামনে এসেছে, যেখানে টিউলিপ সিদ্দিক শেখ হাসিনার পরিবারের দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগের পরিপ্রেক্ষিতে এক সাংবাদিককে ভয় দেখিয়ে কথা বলেন।

ভিডিওতে দেখা যায়, টিউলিপ সিদ্দিক সাংবাদিককে সতর্ক করে বলেন, "আমি হ্যাম্পস্টেড এবং কিলবার্নের লেবার এমপি, আমি ব্রিটিশ পার্লামেন্টের সদস্য। সাবধান থাকবেন, আমি বাংলাদেশি নই, এবং আপনি যাদের নিয়ে কথা বলছেন তাদের বিষয়ে আমি কিছু জানি না।" পরে, তিনি অন্তঃসত্ত্বা সাংবাদিক ডেইজি আইলিফকে আরও বলেন, "ধন্যবাদ, আশা করি আপনার সন্তান ভালো থাকবে। কারণ প্রসব কঠিন।"

এরপর, টিউলিপ সিদ্দিকের সহকারী সাংবাদিকদের ভিডিও ধারণ বন্ধ করতে বলেন এবং সাংবাদিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। চ্যানেল-৪ নিউজের প্রধান সংবাদদাতা অ্যালেক্স থমসন টিউলিপের মন্তব্যকে হুমকি হিসেবে বর্ণনা করেছেন।

অন্যদিকে, এমপি টিউলিপ সিদ্দিক পরে স্বীকার করেন যে তার মন্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তবে, সাংবাদিক আইলিফ জানান, এই ঘটনাটি ক্যামেরায় রেকর্ড না হলে তিনি হয়তো চাকরি হারাতেন। এর পরে, টিউলিপ তার ক্ষমতা ব্যবহার করে আইনজীবী আরমানের স্ত্রীর ওপর হেনস্তার অভিযোগ ওঠে।

কেএইচ/

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে