ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫
Sharenews24

আ.লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি না জানালো সিইসি

২০২৫ জানুয়ারি ১১ ১৩:০১:১৯
আ.লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি না জানালো সিইসি

নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, আগামী জাতীয় নির্বাচন ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ব্যবস্থার মাধ্যমে অনুষ্ঠিত হবে না। তিনি আরও উল্লেখ করেছেন যে, নির্বাচন কমিশন বর্তমান সরকারের দেওয়া সময়সীমা অনুযায়ী নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে এবং তা সম্পূর্ণ সুনির্দিষ্ট নীতিমালার অধীনে অনুষ্ঠিত হবে।

শনিবার (১১ জানুয়ারি) সকালে সিলেটে ভোটার তালিকা হালনাগাদ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে মতবিনিময় সভা আয়োজন করা হয়, যেখানে সিইসি এসব মন্তব্য করেন। এই সভায় তিনি সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেছেন, নির্বাচন কমিশন নির্ধারিত সময় অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নেবে।

এ সময়, আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সিইসি বলেন, "যত সময় পার হবে, ততই পরিষ্কার হবে কোন দল নির্বাচনে অংশ নিতে পারবে বা না পারবে। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কি না, সে বিষয়টি সময়ই বলে দেবে।" তিনি আরও জানান, প্রবাসী ভোটারদের জন্য ব্যবস্থা করা হয়েছে, এবং তাদের নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ নিশ্চিত করা হচ্ছে।

সিইসি স্থানীয় সরকার নির্বাচন সম্পর্কে কোনও মন্তব্য করতে চাইলেন না, তবে তিনি বলেন, "এক দিনে সব নির্বাচন করা কোনোভাবেই সম্ভব নয়," এবং একাধিক নির্বাচনের জন্য আলাদা সময়সীমা নির্ধারণের কথা বলেন।

কেএইচ/

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে