ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫
Sharenews24

কমিটি নিয়ে দ্বন্দ্ব: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের হাতাহাতি

২০২৫ জানুয়ারি ১১ ১২:১১:১৭
কমিটি নিয়ে দ্বন্দ্ব: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের হাতাহাতি

নিজস্ব প্রতিবেদক: ঢাকার মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির মধ্যে দ্বন্দ্বের কারণে দুটি পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (১০ জানুয়ারি) রাতে রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারে সংগঠনটির কার্যালয়ে এই সংঘর্ষ ঘটে।

সূত্র অনুযায়ী, আহতদের মধ্যে মিরপুর মণিপুর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নাহিয়ান এবং ঢাকা পলিটেকনিকের ছাত্র রনি ও সাফরান আছেন। তাদের তিনজনকেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মিরপুর থানার কমিটি ঘোষণা হওয়ার পর থেকেই কিছু সদস্যের মধ্যে অসন্তোষ দেখা দেয়, যারা কমিটিতে পদ না পাওয়ায় ক্ষুব্ধ ছিলেন। তারা শুক্রবার সন্ধ্যা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে এসে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে হাতাহাতির ঘটনা ঘটে, যার ফলে তিনজন শিক্ষার্থী আহত হন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেল সম্পাদক (দপ্তর) জাহিদ আহসান জানান, কিছু লোক মিরপুর থানার কমিটিতে যুক্ত হতে চেয়েছিল, তাদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। তবে তিনি দাবি করেন, হাতাহাতির ঘটনা ঘটেনি এবং শুধুমাত্র বাগ্‌বিতণ্ডা হয়েছে।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে