ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫
Sharenews24

তিন অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর

২০২৫ জানুয়ারি ০১ ২০:১০:০৪
তিন অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর

নিজস্ব প্রতিবেদক: পুলিশের তিন অতিরিক্ত আইজিপিসহ পুলিশের আরও ১৩ শীর্ষ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিয়েছে অন্তবর্তী সরকার।

৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে সরকারের পক্ষ থেকে পৃথক তিনটি প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের অবসর দেয়া হয়।

অবসরপ্রাপ্ত তিন কর্মকর্তা হলেন- মল্লিক ফখরুল ইসলাম, ওয়াই এম বেলালুর রহমান এবং সেলিম মো. জাহাঙ্গীর।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বিসিএস পুলিশ ক্যাডারের এই তিন কর্মকর্তাকে সরকারি চাকরি আইন ২০১৮ এর ৪৫ ধারা অনুযায়ী জনস্বার্থে অবসর দেয়া হয়েছে। তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধা পাবেন, এবং আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

সরকারের এই পদক্ষেপটি সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক শীর্ষ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর ধারাবাহিকতার অংশ হিসেবে দেখা হচ্ছে।

এর আগে, ২ সেপ্টেম্বর র‍্যাবের সাবেক মহাপরিচালক এবং পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার হারুন অর রশিদ, হাইওয়ে পুলিশের প্রধান শাহাবুদ্দিন খান এবং ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার খন্দকার মহিদ উদ্দিনকে অবসর দেয়া হয়।

এছাড়া, ২ সেপ্টেম্বরের আরেক প্রজ্ঞাপনে বিভিন্ন পদে কর্মরত পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ও উপমহাপরিদর্শকদেরও অবসরে পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জুলাই মাসে একাধিক পুলিশ কর্মকর্তাকেও অবসর দেয়া হয়েছে।

৮ আগস্ট ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এবং পুলিশের বিশেষ শাখার প্রধান মনিরুল ইসলামকে সন্ত্রাসবিরোধী কার্যক্রমের কারণে পদাবনতি করে অন্যান্য দায়িত্বে নিয়োজিত করা হয় এবং পরবর্তীতে তাদেরকেও চাকরি থেকে অবসরে পাঠানো হয়।

সরকারের এ ধরনের পদক্ষেপগুলো দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরো উন্নত করতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।

আরিফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে