ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫
Sharenews24

ছাত্রদল সভাপতির সঙ্গে উপস্থাপিকার বাকবিতণ্ডার ভিডিও ভাইরাল

২০২৪ ডিসেম্বর ৩১ ২২:২৭:২২
ছাত্রদল সভাপতির সঙ্গে উপস্থাপিকার বাকবিতণ্ডার ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি একটি টেলিভিশনের টকশোতে সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব অংশগ্রহণ করেন। সেখানে তিনি ‘ছাত্রত্ব কেন নেই’ প্রশ্নের নিয়ে উপস্থাপকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

এই ঘটনা নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, উপস্থাপক দীপ্তি চৌধুরী ছাত্রদল সভাপতি রাকিবকে প্রশ্ন করছেন, আপনার ছাত্রত্ব আছে কিনা? রাকিব জবাব দেন, "না, আমার ছাত্রত্ব নেই।"

এরপর উপস্থাপক জানতে চান, তাহলে আপনি কিভাবে ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করছেন? রাকিব তখন বলেন, "এ প্রশ্নটি আপনি ফ্যাসিস্ট হাসিনার আমলে জিজ্ঞেস করলে ভালো হতো।"

এর পরিপ্রেক্ষিতে দীপ্তি চৌধুরী বলেন, "আপনার প্রশ্নের সাথে ফ্যাসিস্ট হাসিনার কোনো সম্পর্ক নেই।" এরপর তাঁদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয়।

এই টকশোতে আরও কিছু ছাত্রপ্রতিনিধি উপস্থিত ছিলেন। ছাত্রদল সভাপতি অভিযোগ করেছেন, তাঁকে উদ্দেশ্যমূলকভাবে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়েছে।

এ ব্যাপারে সোমবার সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি প্রতিক্রিয়া জানিয়েছেন।

মিজান/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে