ঢাকা, শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫
Sharenews24

বিক্রেতা সংকটে চার কোম্পানির শেয়ার

২০২৪ ডিসেম্বর ২৯ ১৫:৪৯:২৯
বিক্রেতা সংকটে চার কোম্পানির শেয়ার

নিজস্ব প্রতিবেদক : আগের দিনের মতো রোববারও (২৯ ডিসেম্বর) উত্থান হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২২৫টির শেয়ার দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে চারটি কোম্পানির শেয়ার ছিল বিক্রেতা সংকটে।

কোম্পানি চারটি হলো : লিগ্যাসি ফুটওয়্যার, মেঘনা কনডেন্স মিল্ক, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড এবং খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং।

লিগ্যাসি ফুটওয়্যার : আগের দিন শেয়ারটির ক্লোজিং দর ছিল ৫৩ টাকা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ৫৮ টাকা ৩০ পয়সা। অর্থাৎ আজ শেয়ারটির দর ৫ টাকা ৩০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে।

মেঘনা কনডেন্স মিল্ক : আগের দিন শেয়ারটির ক্লোজিং দর ছিল ২৪ টাকা ৯০ পয়সা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ২৭ টাকা ৩০ পয়সা। অর্থাৎ আজ শেয়ারটির দর ২ টাকা ৪০ পয়সা বা ৯.৬৪ শতাংশ বেড়েছে।

ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড : আগের দিন শেয়ারটির ক্লোজিং দর ছিল ৬ টাকা ৪০ পয়সা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ৭ টাকা। অর্থাৎ আজ শেয়ারটির দর ৬০ পয়সা বা ৯.৩৭ শতাংশ বেড়েছে।

খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং : আগের দিন শেয়ারটির ক্লোজিং দর ছিল ৭ টাকা ৯০ পয়সা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ৮ টাকা ৬০ পয়সা। অর্থাৎ আজ শেয়ারটির দর ৭০ পয়সা বা ৮.৮৬ শতাংশ বেড়েছে।

আজ লেনদেন শুরু হলে কোম্পানিগুলোর শেয়ার কেনার জন্য বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহ তৈরি হয়। এ সময় কিছু বিনিয়োগকারী মুনাফা তোলার আশায় তাদের হাতে থাকা শেয়ার থেকে অল্প সংখ্যক ছেড়ে দেয়। এতে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় পৌঁছায় শেয়ারগুলোর দর। এরপর শেয়ারগুলো কেনার জন্য আরো বিনিয়োগকারীদের আগ্রহ দেখা গেলেও বিক্রি করতে কেউ রাজি ছিল না। এতেই বিক্রেতা সংকটে পরে কোম্পানিগুলো।

এস/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে