ঢাকা, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
Sharenews24

হেলিকপ্টার ভ্রমণ নিয়ে সমালোচনার জবাব দিলেন উপদেষ্টা আসিফ

২০২৪ ডিসেম্বর ২৭ ১৬:০৯:০৩
হেলিকপ্টার ভ্রমণ নিয়ে সমালোচনার জবাব দিলেন উপদেষ্টা আসিফ

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সাম্প্রতিক উত্তরবঙ্গ সফর নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে। অভিযোগ উঠেছে, ছয় দিনে তিনি ২৮ বার হেলিকপ্টারে ভ্রমণ করেছেন।

মেহেদী হাসান নামের এক ফেসবুক ব্যবহারকারী কটাক্ষ করে পোস্টে লিখেছেন, ‘নয় কিলো রাস্তা, উনি চাইলে রকেটে চড়েও যেতে পারতেন।’ এই পোস্টটি অনেকে শেয়ার করছেন।

এ প্রসঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদের ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে একটি ব্যাখ্যা পোস্ট করা হয়।

পোস্টে বলা হয়, ‘প্রথমে গাড়ি ব্যবহার করে সফরের পরিকল্পনা করা হয়েছিল। তবে এভাবে ছয় দিনে মাত্র ১০টি উপজেলা সফর করা সম্ভব হতো। সফরের মূল লক্ষ্য ছিল উন্নয়ন কার্যক্রম পরিদর্শন, স্থানীয় জনগণের মতামত শোনা এবং শীতবস্ত্র বিতরণ।’

পোস্টে উল্লেখ করা হয়, ‘উপদেষ্টা মহোদয় কম সময়ে সর্বাধিক উপজেলায় জনগণের কথা শুনতে চেয়েছেন। তাই ছয় দিনে ২২টি উপজেলা ভ্রমণের জন্য হেলিকপ্টার ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রণালয় থেকে সর্বনিম্ন খরচে হেলিকপ্টার ভাড়া করা হয়।’

তিনি ঢাকা থেকে যাওয়া-আসাসহ দুই দিনে মোট ছয় বার হেলিকপ্টার ব্যবহার করেছেন বলেও পোস্টে জানানো হয়।

উল্লেখ্য, সচিবালয়ে অগ্নিকাণ্ডের কারণে বৃহস্পতিবার উত্তরবঙ্গ সফর স্থগিত করে তিনি ঢাকায় ফিরে আসেন।

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে