ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
Sharenews24

কর্মকর্তা-কর্মচারীদের আপাতত সচিবালয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না

২০২৪ ডিসেম্বর ২৬ ১০:০৯:১৩
কর্মকর্তা-কর্মচারীদের আপাতত সচিবালয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার পর প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হয়ে পড়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে সচিবালয়ের সব প্রবেশ গেট বন্ধ রাখা হয়েছে। ফলে কর্মচারীরা অফিসে এলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁদের ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না। কর্মকর্তা-কর্মচারিরা বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছেন।

ফায়ার সার্ভিস জানায়, বুধবার রাত ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। এরপর রাত ১টা ৫৪ মিনিটে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে অগ্নিনির্বাপণ কাজ শুরু করে।

প্রাথমিকভাবে আটটি ইউনিট কাজ করলেও পরে এই সংখ্যা বৃদ্ধি করে ১৯টি করা হয়। ছয় ঘণ্টার চেষ্টায় বৃহস্পতিবার সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

অবশ্য আগুনের সুস্পষ্ট ক্ষতি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে সবচেয়ে বেশি হয়েছে। অর্থ মন্ত্রণালয় ও অন্যান্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিরা সকাল থেকে সচিবালয়ে এসে অপেক্ষা করছেন। কিন্তু ভেতরে প্রবেশের অনুমতি না পেয়ে তাঁদের উদ্বেগ সৃষ্টি হয়েছে। কেউ কেউ এই ঘটনাটিকে নাশকতা বলেও সন্দেহ করছেন।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, তদন্ত শেষে ভবন সম্পূর্ণ পরিষ্কার না হওয়া পর্যন্ত ভেতরে প্রবেশ নিষিদ্ধ থাকবে।

আরিফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে