ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
Sharenews24

সকল ধর্মের মূল কথাই হচ্ছে মানুষের সেবা ও কল্যাণ: রাষ্ট্রপতি

২০২৪ ডিসেম্বর ২৫ ১৫:২২:৪৭
সকল ধর্মের মূল কথাই হচ্ছে মানুষের সেবা ও কল্যাণ: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক : ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, ‘সকল ধর্মের মূল কথাই হচ্ছে মানুষের সেবা ও কল্যাণ।’

বড়দিন উপলক্ষে বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে বঙ্গভবনে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম ও আচার-অনুষ্ঠানাদি স্বাধীনভাবে ও আনন্দঘন পরিবেশে আবহমানকাল থেকেই পালন করে আসছে।’ একটি বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরও মজবুত করার আহ্বান জানান মো. সাহাবুদ্দিন।

তিনি আরও বলেন, ‘জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার প্রচেষ্টায় একটি আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়ে ওঠুক। বিশ্ব এগিয়ে যাক শান্তি, কল্যাণ আর আলোর পথে।’

তারিক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে