ঢাকা, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
Sharenews24

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছে জয়

২০২৪ ডিসেম্বর ২৫ ১৫:৪০:১৯
রূপপুর বিদ্যুৎকেন্দ্রে দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছে জয়

নিজস্ব প্রতিবেদক : ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাঁচ বিলিয়ন ডলারের 'দুর্নীতিতে' জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি এটিকে 'একদম ভুয়া' ও 'উদ্দেশ্যমূলক প্রচারণা' বলে অভিহিত করেছেন।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে এক পোস্টে তিনি এ কথা বলেন।

সজীব ওয়াজেদ জয় সকল অভিযোগ অস্বীকার করে তার অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে বলেন, 'আমার এবং আমার পরিবারের বিরুদ্ধে করা দুর্নীতির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা কখনোই কোনো সরকারি প্রকল্পে জড়িত ছিলাম না বা এর থেকে অর্থ উপার্জন করিনি'।

তিনি বলেন, 'আমি যুক্তরাষ্ট্রে ৩০ বছর ধরে বসবাস করছি এবং আমার খালা ও খালাতো ভাই-বোনরাও যুক্তরাজ্যে প্রায় একই সময় ধরে বসবাস করছেন। স্বাভাবিকভাবেই আমাদের এই দুই দেশে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। আমাদের কোনো অফশোর অ্যাকাউন্ট নেই। যে পরিমাণ টাকার দাবি করা হচ্ছে, তার ধারে কাছেও আমরা কখনো যাইনি'।

তিনি আরও বলেন, '১০ বিলিয়ন ডলারের প্রকল্প থেকে বিলিয়ন ডলার সরানো সম্ভব নয়। আমরা লেনদেন এর সাথে "সম্পৃক্ত" বলে দাবি করাটা একটি মিথ্যা অভিযোগ। আমি দুর্নীতি দমন কমিশনকে চ্যালেঞ্জ করছি, এই তথাকথিত লেনদেন প্রকাশ করতে এবং প্রমাণ করতে যে আমরা এসব অনিয়মে জড়িত'।

উল্লেখ্য ২০১৫ সালে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রোসাটমের সাথে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন রূপপুরে দুটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্পের চুক্তি সই করে বাংলাদেশ।

দুর্নীতি সমন কমিশনের (দুদক) অভিযোগ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পুত্র সজিব ওয়াজেদ জয় এবং ভাগনি ও ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের মাধ্যমে বিভিন্ন অফশোর অ্যাকাউন্টের মাধ্যমে এ প্রকল্প থেকে প্রায় ৫ বিলিয়ন ডলারের আর্থিক অনিয়ম ঘটেছে। এনিয়ে তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে বলে গত সোমবার জানিয়েছে সংস্থাটি।

এস/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে