ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি ২০২৫
Sharenews24

সঞ্চয়পত্র ও প্রবাসী বন্ডে বিনিয়োগকারীদের জন্য সুখবর

২০২৪ ডিসেম্বর ২০ ১১:৪৫:৪৭
সঞ্চয়পত্র ও প্রবাসী বন্ডে বিনিয়োগকারীদের জন্য সুখবর

নিজস্ব প্রতিবেদক: সরকারি খাতের চার ধরনের সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে প্রচলিত বিধিনিষেধ আংশিক শিথিল করেছে সরকার। এখন থেকে চার ধরনের সঞ্চয়পত্র এবং ডাকঘর সঞ্চয় ব্যাংকের মেয়াদি হিসাবের ক্ষেত্রে বিনিয়োগকারীরা বিনিয়োগের ঊর্ধ্বসীমা পর্যন্ত আমৃত্যু পুনঃবিনিয়োগ সুবিধা পাবেন।

তবে, গ্রাহকের সম্মতি ছাড়া পুনঃবিনিয়োগ সুবিধা কার্যকর হবে না। প্রতিবার পুনঃবিনিয়োগ সুবিধা গ্রহণ করতে হলে গ্রাহককে অনলাইনে বা সংশ্লিষ্ট অফিসে সশরীরে উপস্থিত হয়ে সম্মতি দিতে হবে। একই সাথে তিন ধরনের বন্ড কেনার নীতিমালাও শিথিল করা হয়েছে।

এই বিষয়ে বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক একটি সার্কুলার জারি করেছে এবং বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। একই ধরনের প্রজ্ঞাপন জাতীয় সঞ্চয় অধিদপ্তর থেকেও প্রদান করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ৩ নভেম্বর একটি প্রজ্ঞাপন জারি করে। পরে ১৮ নভেম্বর শর্তাবলি আরও স্পষ্ট করার জন্য এক বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে সঞ্চয়পত্রের গ্রাহকদের জন্য আমৃত্যু পুনঃবিনিয়োগ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকের কার্যপত্র কেন্দ্রীয় ব্যাংকে পাঠানো হয়েছে, যা পরে সার্কুলারের মাধ্যমে প্রকাশ পেয়েছে।

সঞ্চয়পত্রে বিনিয়োগ বাড়ানো এবং বন্ডে বৈদেশিক মুদ্রায় প্রবাসীদের বিনিয়োগ বাড়ানোর উদ্দেশ্যে এই পদক্ষেপ নেয়া হয়েছে। ফলে চার ধরনের সঞ্চয়পত্র এবং তিন ধরনের প্রবাসী বন্ডে গ্রাহকদের বিনিয়োগের অর্থ পুনঃবিনিয়োগ সুবিধার আওতায় আসবে।

প্রজ্ঞাপনের অধীনে, ৫ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র এবং তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রের গ্রাহকরা আমৃত্যু পুনঃবিনিয়োগ সুবিধা পাবেন। তবে, চলতি বছরের ১ ডিসেম্বর বা পরে মেয়াদোত্তীর্ণ সঞ্চয়পত্রের গ্রাহকরা কেবল এই সুবিধার আওতায় আসবেন।

গ্রাহকরা বিনিয়োগের ঊর্ধ্বসীমা পর্যন্ত পুনঃবিনিয়োগ সুবিধা নিতে পারবেন; তবে ঊর্ধ্বসীমা অতিক্রম করলে বাড়তি অর্থ গ্রাহকের ব্যাংক হিসাবে চলে যাবে।

ম্যানুয়াল পদ্ধতিতে ইস্যু করা সঞ্চয়পত্রের ক্ষেত্রে জাতীয় সঞ্চয় স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেমের আওতাধীন বন্ডগুলির পুনঃবিনিয়োগ সুবিধার জন্যও একই শর্ত প্রযোজ্য হবে।

প্রচলিত নীতিমালার হিসাবে, বিভিন্ন সঞ্চয়পত্রে বিনিয়োগের ঊর্ধ্বসীমা রয়েছে। উদাহরণস্বরূপ, ৫ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে একক নামে সর্বোচ্চ ৩০ লাখ টাকা এবং যৌথ নামে ৬০ লাখ টাকা বিনিয়োগ করা যাবে।

অন্যদিকে, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড ও ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডে বিনিয়োগের ক্ষেত্রে কোনো ঊর্ধ্বসীমা নেই।

প্রাথমিক তথ্য অনুযায়ী, এই পদক্ষেপগুলি গ্রাহকদের অনলাইন সুবিধা বাড়ানোর মাধ্যমে সঞ্চয়পত্র ও বন্ডে বিনিয়োগকে আরো আকর্ষণীয় করে তুলবে।

মিজান/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে