ঢাকা, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
Sharenews24

সোমবার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

২০২৪ ডিসেম্বর ০৯ ১৫:১৮:৩৮
সোমবার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (০৯ ডিসেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৫টি কোম্পানির মধ্যে ১৮১টির দর কমেছে। আজ সবচেয়ে বেশি দর কমেছে এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ২ টাকা ৩০ পয়সা বা ৮.৬১ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা তাকাফুল ইন্সুরেন্সের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ১ টাকা ১০ পয়সা বা ৭.৯৬ শতাংশ।

আর ৬ টাকা বা ৪.৯০ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে তমিজউদ্দিন টেক্সটাইল মিলস পিএলসি।

এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৪.৪৭ শতাংশ, বাংলাদেশ ইন্ডাস্ট্রায়াল ফাইন্যান্সের ৪.৩৪ শতাংশ, জাহিন টেক্সটাইলের ৩.৭০ শতাংশ, আইসিবি এমপ্লয়েজ প্রভিডেন্ড এমএফ ওয়ান: স্কিম ওয়ান’র ৩.৬৩ শতাংশ, ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ান’র ৩.৬৩ শতাংশ, সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান’র ৩.৩৩ শতাংশ এবং ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকের শেয়ার দর ৩.১৫ শতাংশ কমেছে।

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে