ঢাকা, শনিবার, ৩০ আগস্ট ২০২৫
Sharenews24

দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন প্রত্যাহার

২০২৪ ডিসেম্বর ০৪ ১১:০০:১০
দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক : সামরিক আইন জারির পর থেকে ব্যাপক বিক্ষোভ শুরু হয় দক্ষিন কোরিয়ায়। অবশেষে সংসদ সদস্যদের বিক্ষোভের মুখে প্রেসিডেন্ট ইউন সুক ইওল মঙ্গলবার রাতে আকস্মিকভাবে বুধবার ভোরে সামরিক আইন প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

এ বিষয়ে পাল্টামেন্টে ভোটের পর তিনি জানান, সামরিক আইনের অবসান ঘটাতে পার্লামেন্টের অবস্থান মেনে নেওয়া হবে। এ ব্যাপারে মন্ত্রিসভার বৈঠক হবে এবং বৈঠকের পরই সামরিক আইন প্রত্যাহার করা হবে।

এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলেছে, দক্ষিণ কোরিয়ার মন্ত্রিসভা জরুরি বৈঠক করে সামরিক আইন প্রত্যাহারে সম্মত হয়েছে। অবিলম্বে সামরিক আইন জারির আদেশটি বাতিল হয়ে যাবে।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতে কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই দেশটিতে জরুরি ভিত্তিতে সামরিক আইন জারি করেছিলেন। তিনি টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেন, “দেশের মুক্ত ও সাংবিধানিক শৃঙ্খলা রক্ষা করার জন্য এ ধরনের পদক্ষেপ নেয়া ছাড়া তার আর কোনো উপায় ছিল না।” প্রধান বিরোধী দলকে উত্তর কোরিয়ার প্রতি সহানুভূতিশীল এবং রাষ্ট্রবিরোধী কার্যকলাপের জন্য অভিযুক্ত করেন তিনি।

ইউন সুক-ইওল আরও বলেন, “উদারপন্থী দক্ষিণ কোরিয়াকে উত্তর কোরিয়ার কমিউনিস্ট বাহিনীর হুমকি থেকে সুরক্ষা দিতে এবং রাষ্ট্রবিরোধী বিভিন্ন শক্তি নির্মূল করতে আমি জরুরি ভিত্তিতে সামরিক আইন জারি করছি।”

এস/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে