ঢাকা, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪
Sharenews24

অবসরে যাওয়া শতাধিক কর্মকর্তাকে সচিব পদমর্যাদা দেওয়ার সুপারিশ

২০২৪ ডিসেম্বর ০১ ১৪:০৫:৩১
অবসরে যাওয়া শতাধিক কর্মকর্তাকে সচিব পদমর্যাদা দেওয়ার সুপারিশ

নিজস্ব প্রতিবেদক : হাসিনা সরকারের সময়ে বিগত সরকারের সময়ে পদোন্নতিবঞ্চিতসহ নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়ে অবসরে যাওয়া শতাধিক কর্মকর্তাকে সচিব পদমর্যাদা দেওয়ার সুপারিশ করা হয়েছে। ২০০৯ সালের ১ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত যেসব কর্মকর্তা পদদোন্নতিসহ নানা ভাবে হয়রানি ও বঞ্চনার শিকার হয়ে অবসরে গেছেন তাদের ক্ষতি পুষিয়ে দিতে গঠিত কমিটি এ সুপারিশ করেছে।

এছাড়া প্রায় এক হাজার কর্মকর্তাকে দেওয়া হবে অতিরিক্ত সচিব পদমর্যাদা। এছাড়া আরও প্রায় চারশজনকে দেওয়া হবে যুগ্ম সচিব পদমর্যাদা। অপমান, অপদস্থ এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত এসব কর্মকর্তা বিপুল পরিমাণ আর্থিক সুবিধাও পাবেন।

জানতে চাইলে কমিটির প্রধান সাবেক অর্থ সচিব ও বিশ্বব্যাংকের বিকল্প পরিচালক মো. জাকির আহমেদ খান বলেন, আমরা এক হাজার পাঁচশ অফিসারের বিষয়ে বিভিন্ন ক্যাটাগরিতে ক্ষতিপূরণের জন্য সুপারিশ করছি। বাকিটা সরকার দেখবে।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান গণমাধ্যমকে বলেন, বঞ্চিত হয়ে অবসরে যাওয়া কর্মকর্তাদের বিষয়ে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হতে পেরেছি। তাদের অনেকে সচিব, অতিরিক্ত সচিব ও যুগ্মসচিব পদমর্যাদা এবং আর্থিক ক্ষতিপূরণ পাচ্ছেন। অনেকে কোটি টাকার উপরে ক্ষতিপূরণ পাবেন বলেও জানান তিনি।

জানা গেছে, বঞ্চিত কর্মকর্তাদের মধ্য থেকে একশজনের কমবেশি সচিব মর্যদা দেওয়া হবে। সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) মতো করেই তাদের বিষয়ে অনুসন্ধান করা হয়েছে। সেই ক্ষেত্রে তাদের এজেন্সি প্রতিবেদন, বার্ষিক গোপনীয় অনুবেদন (এসিআর), এসিআরে প্রাপ্ত নম্বর, সার্ভিস রেকর্ড, শিক্ষাগত যোগ্যতা, বিভাগীয় মামলা, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা, প্রশাসনিক ট্রাইব্যুনালের (এটি) মামলা এবং শৃঙ্খলার মামলা আছে কিনা তা যাচাই করা হয়েছে। অর্থাৎ সাধারণ একটি এসএসবিতে যা কিছু দেখা হয়, সেভাবে যাচাই-বাছাই করে তাদের পদোন্নতির সুপারিশ করা হয়েছে।

আরো জানা গেছে, বঞ্চিত কর্মকর্তাদের বিষয়ে যে সুপারিশ করা হয়েছে তা সার-সংক্ষেপ আকারে যাবে প্রধান উপদেষ্টার দপ্তরে। সেখান থেকে অনুমোদন হয়ে আসার পর জিও জারি হবে। চলতি সপ্তাহের মধ্যে এসব কর্মকর্তাদের বিষয়ে চূড়ান্ত আদেশ জারির প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় পার করছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এস/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে