ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

ট্রাম্প জয়ের খবরে যেদিকে যাচ্ছে বিশ্ব শেয়ারবাজার

২০২৪ নভেম্বর ০৬ ২০:২৯:২১
ট্রাম্প জয়ের খবরে যেদিকে যাচ্ছে বিশ্ব শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের ৪৭ তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ডোলান্ড ট্রাম্প। তিনি এখন পর্যন্ত ২৭৯ ইলেকট্রোরাল ভোট পেয়েছেন।

ভোট গ্রহণ শেষে মঙ্গলবার রাত থেকেই ট্রাম্প জয়ী হওয়া পূর্বাভাস পাওয়া যাচ্ছিল। ফলে বুধবার সকাল থেকেই যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়ার বেঞ্চমার্ক স্টক সূচক ঊর্ধ্বমুখী এবং অন্যান্য মুদ্রার তুলনায় মার্কিন ডলারের দাম বাড়তে থাকে। এছাড়া বেড়েছে কিপ্টকারেন্সিরও দাম।

আজ বুধবার (৬ নভেম্বর) উন্নত বিশ্বের কয়েকটি দেশের শেয়ারবাজর বিশ্লেষণ করে দেখা গেঝেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন ফলাফল ঘোষণা চলমান আছে। তবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্প এখন পর্যন্ত ২৭৯ ইলেকট্রোরাল ভোট পেয়ে ৪৭ তম মার্কিন প্রেসিডেন্ট হতে চলেছেন। ভোট গ্রহণ শেষে মঙ্গলবার রাত থেকেই ট্রাম্প জয়ী হওয়া পূর্বাভাস পাওয়া যাচ্ছিল। ফলে বুধবার সকাল থেকেই যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়ার বেঞ্চমার্ক স্টক সূচক ঊর্ধ্বমুখী এবং অন্যান্য মুদ্রার তুলনায় মার্কিন ডলারের দাম বাড়তে থাকে। এছাড়া বেড়েছে কিপ্টকারেন্সিরও দাম।

বুধবার (৬ নভেম্বর) উন্নত বিশ্বের কয়েকটি দেশের শেয়ারবাজর বিশ্লেষণ করে দেখা গেছে, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ, এসঅ্যান্ডপি ৫০০ এবং নাসডাকের সকল স্টক সূচক ১ শতাংশেরও বেশি বেড়েছে।

বুধবারও প্রবৃদ্ধির ধারাবাহিকতা বজায় রয়েছে। এদিন এসঅ্যান্ডপি ৫০০ বেড়েছে ৭০ পয়েন্ট বা ১.২৩ শতাংশ এবং নাসডাকে কম্পোজিট বাড়েছে ২৫৯ পয়েন্ট বা ১.৪৩ শতাংশ।

এছাড়া মার্কিন নির্বাচনের ফলাফল বৈশ্বিক অর্থনীতিতে বিশেষ করে এশিয়ার শেয়ারবাজারে বড় ধরনের প্রভাব ফেলছে। জাপানে বেঞ্চমার্ক নিক্কেই ২২৫ স্টক সূচক ১০০৫ পয়েন্ট বা ২.৬১ শতাংশ বেড়েছে, যেখানে অস্ট্রেলিয়ার এএসএক্স ২০০ স্টক সূচক ৬৭ পয়েন্ট বা ০.৮৩ শতাংশ বেড়েছে।

এশিয়ার আরেক উন্নত দেশ সিঙ্গাপুরের প্রধান সূচক এসজিএক্স নিফটি বেড়েছে ২৯ পয়েন্ট বা ০.১২ শতাংশ।

এর আগে সোমবার বড় ধরণের পতনের মুখে পড়েছিল ভারতের শেয়ারবাজার। ট্রাম্পের জয়ের আভাসে মঙ্গলবার থেকে বাড়তে শুরু করে ভারতীয় সূচক। বধুবার ভারতের প্রধান সূচক নিফটি ৫০ বেড়েছে ২৭৩ পয়েন্ট বা ১.১৩ শতাংশ। তবে ট্রাম্পের জয়ের খবরে বাংলাদেশের শেয়ারবাজারে নেই কোন প্রভাব। গতকালকে গেইন টেক্স প্রত্যাহারের খবরে সূচক বাড়লেও আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৭.৯৩ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৩৪৭ পয়েন্টে।

এছাড়া ট্রাম্পের ঐতিহাসিক বিজয়ে বিপরিত চিত্র চীনের হংকংয়ের শেয়ারবাজারে। হংকংয়ের প্রধান সূচক হ্যাং সেং স্টক ৪৬৮ পয়েন্টে বা ২ দশমিক ২৩ শতাংশ কমেছে। এছাড়া চীনের মূল ভূখণ্ড সাংহাই কম্পোজিট সূচক ৩ পয়েন্ট বা ০.৯৪ শতাংশ কমেছে।

ট্রাম্পের জয়ের খবরে ইউরোপের শেয়ারবাজরেও ঊধ্বমুখী ট্রেন্ড দেখা গেছে। যুক্তরাজ্যের প্রধান সূচক এফটিএসই ১০০ বেড়েছে ৮১ পয়েন্ট বা ০.৯৯ শতাংশ। এখন পর্যন্ত ফ্রান্সের সূচক এফআর ৪০ বেড়েছে ৫৫ পয়েন্ট বা ০.৭৫ শতাংশ।

এদিকে রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্রে শত্রুতার সম্পর্ক থাকলেও ট্রাম্পের সাথে পুতিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রভাব পড়েছে রাশিয়ার শেয়ারবাজারেও। এই প্রতিবেদন তৈরির সময় পর্যন্ত রাশিয়ার প্রধান সূচক এমওইএক্স সিএফডি ৪৭ পয়েন্ট বা ১.৭৮ শতাংশ বেড়েছে। এছাড়া অন্য সূচক আরটিএস বেড়েছে ১৪ পয়েন্ট বা ১.৭০ শতাংশ।

বিশ্ব শেয়ারবাজরের বিনিয়োগ সংস্থা কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার সংবাদ মাধ্যমকে বলেন, ‘আজ আমরা বিশ্ব বাজারজুড়ে কিছু ওঠানামা দেখতে পাচ্ছি, বিশেষ করে মার্কিন ডলার এবং চীনা স্টকগুলো প্রধান উদাহরণ।’

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে