ঢাকা, বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
Sharenews24

নতুন সংবিধান কার্যকর করবে অন্তর্বর্তী সরকার

২০২৪ নভেম্বর ০৩ ১৮:১৫:৫৩
নতুন সংবিধান কার্যকর করবে অন্তর্বর্তী সরকার

নিজস্ব প্রতিবেদক : প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও সংবিধান সংস্কার কমিশনের সদস্য মাহফুজ আলম বলেছেন, অন্তর্বর্তী সরকার নতুন সংবিধান কার্যকর করবে। তার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার পরামর্শ করবে বলেও তিনি জানান।

রোববার (০৩ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের এলডি হলে সংবিধান সংস্কার কমিশন আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

মাহফুজ আলম বলেন, কমিশনের প্রস্তাব পাওয়ার পর সেই প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করবে সরকার। তাদের পরামর্শের ভিত্তিতে সুপারিশ কার্যকর করার উদ্যোগ নেবে। আর সেটা বর্তমান সরকারই কার্যকর করবে।

এ সময় সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ বলেন, সংস্কারের সুপারিশ তৈরির জন্য বিভিন্ন অংশীজনদের মতামত ও প্রস্তাব গ্রহণ করা হবে। পাশাপাশি কমিশন সাধারণ নাগরিকদের মতামত ও প্রস্তাব ওয়েবসাইটের মাধ্যমে সংগ্রহ করবে।

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে