ঢাকা, বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
Sharenews24

জাপা অফিস ভাঙচুর, পুলিশ মোতায়েন

২০২৪ নভেম্বর ০২ ২২:১২:৫২
জাপা অফিস ভাঙচুর, পুলিশ মোতায়েন

নিজস্ব প্রতিবেদক: ঢাকার পর এবার খুলনায় জাতীয় পার্টির অফিসে হামলা ও ভাঙচুর হয়েছে।

এছাড়া পার্টি অফিস থেকে প্লাস্টিকের কয়েকটি চেয়ার ও কিছু ব্যানার-প্লাকার্ড বাইরে নিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে।

শনিবার (২ নভেম্বর) সন্ধ্যায় একটি ছাত্রসংগঠনের ব্যানারে মিছিল নিয়ে খুলনার ডাকবাংলো অতিক্রমকালে অফিসের সাইনবোর্ড ও আসবাবপত্র ভাঙচুর করে তারা।

জেলা জাতীয় পার্টির সভাপতি শফিকুল ইসলাম মধু জানান, মাগরিবের নামাজের সময় পার্টি অফিসে কেউ ছিল না। তখন ৫০/৬০ জনের একদল যুবক তাদের কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ করে।

এরপর তারা পার্টি কার্যালয়ে ঢুকে সাইনবোর্ড, চেয়ার-টেবিল, ফ্যান, টিভি ভাংচুর করে। তারা কয়েকটি ফাইল ও কাগজপত্র নিয়ে যায়।

এছাড়া তারা কয়েকটি চেয়ার, ব্যানার-প্লাকার্ড নিয়ে পার্টি অফিসের সামনের রাস্তায় আগুনে পুড়িয়ে দেয়।

তিনি জানান, এ ঘটনায় তারা মামলা করবেন। এছাড়া রোববার সন্ধ্যায় পার্টি অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

এ ব্যাপারে কেএমপির খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল গিয়াস বলেন, হামলাকারীরা মাত্র তিন মিনিটের মধ্যেই ভাঙচুর চালায়। এ সময় হামলাকারীরা দুই টি প্লাস্টিকের চেয়ারে আগুন ধরিয়ে দেন।

তিনি আরও জানান, তারা পুলিশ ও জাপা অফিস লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। তবে এখন পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে