ঢাকা, বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
Sharenews24

রিমান্ড শেষে সাবেক ইসি সচিব হেলালুদ্দীন কারাগারে

২০২৪ অক্টোবর ২৯ ১৬:৫৩:১৫
রিমান্ড শেষে সাবেক ইসি সচিব হেলালুদ্দীন কারাগারে

নিজস্ব প্রতিবেদক : দুই বছর আগে বিএনপির কার্যালয়ে পুলিশের অভিযানে গুলিতে মকবুল নামের বিএনপি কর্মী নিহতের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার সাবেক সচিব হেলালুদ্দীন আহমদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৯ অক্টোবর) চারদিনের রিমান্ড শেষে তাকে ঢাকার চিফ মেট্রোপলিন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপ-পরিদর্শক নাজমুল হাচান।

তার আইনজীবী জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে ২৩ অক্টোবর বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম নগরীর খুলশী থানার তুলাতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ২৫ অক্টোবর ঢাকার একটি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে