ঢাকা, বুধবার, ২০ আগস্ট ২০২৫
Sharenews24

সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেন গ্রেপ্তার

২০২৪ অক্টোবর ২৪ ১৮:৩০:১৫
সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাজধানীর মোহাম্মদপুর থাকা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

ডিএমপির মুখপাত্র উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জাকির হোসেনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক সাবেক এ প্রতিমন্ত্রীর ঢাকার মিন্টো রোডের সরকারি বাসভবন ছিল ঘুস লেনদেনের ‘হাট-বাজার’।

প্রতিমন্ত্রী থাকাকালে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের অধীন পিয়ন থেকে শিক্ষক পর্যন্ত নিয়োগ ও প্রকল্পের ঘুসের টাকা লেনদেন হতো তার বাসভবনে। তার স্ত্রী ও ভাগিনাসহ নিকট আত্মীয়রা ছিল দুর্নীতির মাধ্যম। গত বছরের ডিসেম্বরে বাধ্য হয়ে ঘুসের টাকা ফেরতও দিতে হয়েছিল জাকির সিন্ডিকেটকে।

জাকির হোসেনকুড়িগ্রাম থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়ে তোলেন।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে