ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

বাজার পতনে সক্রিয় ভূমিকায় ৮ কোম্পানি

২০২৪ অক্টোবর ১৬ ১৬:২১:১০
বাজার পতনে সক্রিয় ভূমিকায় ৮ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক : কোনোভাবেই থামছে না শেয়ারবাজারের পতন। বুধবারও (১৬ অক্টোবর) বড় পতন হয়েছে শেয়ারবাজারে। এতিন লেনদেনে অংশ নেয়াদের মধ্যে ৩০০ কোম্পানির শেয়ার দর কমেছে। এর ফলে বাজারে বড় পতন হয়েছে। তবে শেয়ারবাজারের পতন ধরে রেখেছে ৮ কোম্পানি।

কোম্পানিগুলো হলো : ইসলামী ব্যাংক, রেনেটা, ব্র্যাক ব্যাংক, বিকন ফার্মা, রূপালী ব্যাংক, বেক্সিমকো ফার্মা, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ।

শেয়ারবাজারে আজ সূচক ৪৯.৭৫ পয়েন্ট কমেছে। এর মধ্যে সাত কোম্পানির মাধ্যমেই কমেছে ২৬.৪৫ পয়েন্ট। যা মোট সূচকের অর্ধেক।

ইসলামী ব্যাংক

আগের দিন ইসলামী ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫৬ টাকা ২০ পয়সা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ৫৫ টাকা। অর্থাৎ আজ শেয়ারটির দর ১ টাকা ২০ পয়সা বা ২.১৪ শতাংশ কমেছে। এর মাধ্যমে শেয়ারবাজারে কোম্পানিটির মাধ্যমে সূচক কমেছে ৭.৯৫ পয়েন্ট। বাজারকে পতনে ধরে রাখতে সবচেয়ে বেশি ভূমিকার রয়েছে ইসলামী ব্যাংকের।

রেনেটা

আগের দিন রেনেটার শেয়ারের ক্লোজিং দর ছিল ৬৯৫ টাকা ৯০ পয়সা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ৬৬৮ টাকা ৭০ পয়সা। অর্থাৎ আজ শেয়ারটির দর ২৭ টাকা ২০ পয়সা বা ৩.৯১ শতাংশ কমেছে। শেয়ার দর কমার কারণে কোম্পানিটির সূচক ৬.২৭ পয়েন্ট কমেছে। যা বাজারকে পতনে ধরে রাখতে দ্বিতীয় সর্বোচ্চ ভূমিকা।

ব্র্যাক ব্যাংক

ব্র্যাংক ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর আগের দিন ছিল ৫২ টাকা ৩০ পয়সা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ৫১ টাকা ৫০ পয়সা। অর্থাৎ আজ শেয়ারটির দর ৮০ পয়সা বা ১.৫৩ শতাংশ কমেছে। শেয়ার দর কমার কারণে শেয়ারবাজারে কোম্পানিটির সূচক ৩.১৪ পয়েন্ট কমেছে। যা বাজারকে পতনে ধরে রাখতে তৃতীয় সর্বোচ্চ চেষ্টা।

বাজারকে পতনে ধরে রাখতে অন্য যেসব কোম্পানির ভূমিকা রয়েছে সেগুলোর মধ্যে বিকন ফার্মার ২.২৩ পয়েন্ট, রূপালী ব্যাংকের ২.২১ পয়েন্ট, বেক্সিমকো ফার্মার ২.১৯ পয়েন্ট, বাংলাদেশ সাব মেরিন ক্যাবলের ১.২৩ পয়েন্ট এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজের সূচক ১.২৩ পয়েন্ট কমেছে।

বাজার বিশ্লেষকরা বলছেন, শেয়ারবাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা একেবারে তলানিতে নেমেছে। যার কারণে আজ তিন শত কোম্পানির শেয়ার দর কমেছে। যা বাজারের জন্য শুভ লক্ষণ হতে পারে না। এ থেকে অবশ্যই বাজারকে বের করে নিয়ে আসতে হবে।

এস/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে