ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫
Sharenews24

বিএসইসি চেয়ারম্যানের পক্ষে যা বললেন অর্থ উপদেষ্টা

২০২৪ অক্টোবর ১৬ ১৫:৩০:০৫
বিএসইসি চেয়ারম্যানের পক্ষে যা বললেন অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়াত ইসলামের পদত্যাগের পর তার স্থলাভিষিক্ত হয়েছেন খন্দকার রাশেদ মাকসুদ।

কিন্তু বিশিষ্ট এই ব্যাংকার শেয়ারবাজারে দায়িত্ব নেওয়ার পর থেকেই মন্দা বাজারে পতনের গতি আরও ঘনীভূত হয়েছে। শেয়ারবাজারকে ইতিবাচক ধারায় ফেরাতে তার সব উদ্যোগ বিফলে পরিণত হয়েছে। যার কারণে বাজার সংশ্লিষ্টরা তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

এমনকি শেয়ারবাজারের বিনিয়োগকারীরাও তাকে ‘অযোগ্য’ দাবি করে সম্প্রতি তার পদত্যাগের জন্য টানা আন্দোলনে নেমেছেন। ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা বিএসইসি চেয়ারম্যানের দফতরেও তালা ঝুঁলিয়ে দিয়ে তাকে অবরুদ্ধও করে রেখেছিলেন।

তবে বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পক্ষে অবস্থান নিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। তিনি বর্তমান শেয়ারবাজার নিয়ে রাশেদ মাকসুদকে সাদুবাধও জানিয়েছেন।

গতকাল মঙ্গলবার (১৫ অক্টোবর) ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ নামের আমেরিকাভিত্তিক ইউটিউব চ্যানেলের এক টকশোতে অর্থ উপদেষ্টা বিএসইসি চেয়ারম্যানের পক্ষে খোলামেলা কথা বলেন।

ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, লোকজন বলে মাকসুদ পুঁজিবাজার বোঝে না। পুঁজিবাজার বোঝে না মানে কী? সে পুঁজিবাজারের চুরিটা ধরতে পারছে কিনা এটাই বড় বিষয়। সে প্রফেশনাল মানুষ। পুঁজিবাজার নিয়ে যারা নেতিবাচক লেখালেখি করছে, তারা বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলামের ‘লোক’।

অর্থ উপদেষ্টা বলেন, ব্রোকার হাউজ এসোসিয়েশনসহ অন্যান্য এসোসিয়েশনও মোটামুটি ওদের (আওয়ামী লীগ) দলের লোক। বাজারের এই পরিস্থিতি যারা পছন্দ করছে না, পেপারে লেখালেখি করে তারা ওদেরই লোক।

সম্প্রতি বেক্সিমকোর শেয়ার কারসাজিতে ৪২৮ কোটি টাকা জরিমানার বিষয়ে শেয়ারবাজার বিশ্লেষক ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, আমি মাকসুদকে (বিএসইসি চেয়ারম্যান) জিজ্ঞেস করেছিলাম জরিমানার বিষয়ে। সে আমাকে বলেছে, স্যার এই কারসাজিটা ২০২১ সালে ডিসকাভার করা হয়েছে। তার ভিত্তিতে জরিমানা করা হয়েছে। আমি বলেছি তুমি করতে থাকো।

বেক্সিমকো বিশাল জরিমানার বিষয়ে চেয়ারম্যানকে সাংবাদিকরা নানা প্রশ্ন করেছিলেন। বিষয়টি উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন, চেয়ারম্যানকে প্রশ্নবিদ্ধ করতে সাংবাদিকদের হায়ার করা হয়েছে।

ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, একটি পত্রিকার এডিটর তাকে (বিএসইসি চেয়ারম্যান) প্রশ্ন করছেন কেনো তাকে (কারসাজিকারক) জরিমানা করা হলো? সে নাকি সাংবাদিককে বলেছে, আমি ৬০ কোটি টাকা বানিয়েছি ৫ কোটি খরচ করবো।

অর্থ উপদেষ্টা শেরে বাংলা নগরে সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের সামনে আন্দোলনকারীদের সম্পর্কে বলেন, সেখানে কোন ছোট বিনিয়োগকারী ছিল না। তিনি বলেন, তাদের ধারনা সকাল বেলা শেয়ার কিনবো বিকেলে বিক্রি করবো। কিন্তু এটাতো পুঁজিবাজারের বৈশিষ্ট্য না। পুঁজিবাজার একটা ইনভেস্টমেন্ট ডিসিশন। আপনি থাকবেন, অপেক্ষা করবেন, দাম বাড়লে বিক্রি করবেন।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে