ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫
Sharenews24

আজ ফ্লোর প্রাইস মুক্ত হচ্ছে ৩ কোম্পানি

২০২৪ আগস্ট ১১ ০৬:৩০:০৯
আজ ফ্লোর প্রাইস মুক্ত হচ্ছে ৩ কোম্পানি

নিজস্ব প্রতিবেক : শেয়ারবাজারে বর্তমানে ৬টি কোম্পানির শেয়ারের ওপর ফ্লোর প্রাইস রয়েছে। এর মধ্যে আজ রোববার ৩টি কোম্পানির শেয়ার ফ্লোর প্রাইস মুক্ত হবে। কোম্পানি ৩টি হলো- বেক্সিমকো লিমিটেড, খুলনা পাওয়ার ও শাহজিবাজার পাওয়ার।

এছাড়া, আগামী বুধবার বাকি ৩টি কোম্পানি- ইসলামী ব্যাংক, বিএসআরএম লিমিটডে ও মেঘনা পেট্রোলিয়ামের শেয়ার ফ্লোর প্রাইস মুক্ত হবে।

এই ৬টি কোম্পানির শেয়ার ফ্লোর প্রাইস মুক্ত হওয়ার সাথে সাথে দেশের শেয়ারবাজার পুরোপুরি ফ্লোর প্রাইস মুক্ত হবে।

কোম্পানি ৬টি ফ্লোর প্রাইস মুক্ত হওয়ার বিষয়ে গত বৃহস্পতিবার (০৮ আগস্ট) আত্মগোপনে থাকা এবং সবশেষে শনিবার পদত্যাগ করা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত ইসলাম এই সংক্রান্ত একটি আদেশ জারি করেছেন।

এই বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক এবং মূখপাত্র রেজাউল করিম বলেছেন, বৃহস্পতিবার বিকেল ৫টার পর ফ্লোর প্রাইস প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। তিনি জানান, এই সময় অফিস বন্ধ থাকায় বিএিইসি ওয়েবসাইটে আদেশটি প্রকাশ করা যায়নি।

এএসএম/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে