ঢাকা, রবিবার, ২৭ জুলাই ২০২৫
Sharenews24

রাজধানীতে গণপরিবহন সংকট, যাত্রীদের ভোগান্তি

২০২৪ আগস্ট ০৪ ১২:০৮:৫১
রাজধানীতে গণপরিবহন সংকট, যাত্রীদের ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক : সরকার পদত্যাগের এক দফা দাবিতে রোববার থেকে সারা দেশে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীরা।

কোটা সংস্কার ইস্যুতে গড়ে ওঠা প্ল্যাটফর্মটি একই সঙ্গে জাতীয় সরকার গঠনের দাবিও জানিয়েছে।

অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ শনিবার বিকালে কেন্দ্রীয় শহিদ মিনারে কোনো ধরনের ট্যাক্স প্রদান না করাসহ অসহযোগ আন্দোলন বাস্তবায়নে ছাত্র-জনতার প্রতি উদ্বাত্ত আহ্বান জানিয়েছেন।

সরকার পতনের আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে আজ রোববার সকাল থেকেই রাজধানীর সড়কে যানবাহন উধাও হয়ে গেছে। রাজধানীর সড়কগুলোতে গণপরিবহণেরও তেমন দেখা মেলেনি। যাও একটি-দুটি দেখা গেছে, তাতে ছিল যাত্রীদের উপচেপড়া ভিড়।

রাজপথে এদিন রিকশা ও সিএনজিচালিত অটোরিকশাও তেমন ছিল না। যেগুলো ছিল তারা ইচ্ছামতো ভাড়া দাগিয়েছে। ফলে নিদারুণ সমস্যার মুখে পড়েছেন নিম্ন আয় ও স্বল্প রোজগারের মানুষরা।

ঢাকা স্টক এক্সচেঞ্জের সদস্য প্রতিষ্ঠান আমায়া সিকিউরিটিজের কর্মকর্তা তানজিল আহমেদ মগবাজারে থাকেন। তার অফিস বারিধারা আমেরিকান অ্যাম্বেসির সন্নিকটে। তিনি শেয়ারনিউজকে বলেন, ছাত্রদের আন্দোলনের কারণে কিছুদিন যাবত অনেক আগেই বাসা বের হই। আজ আরও আধার ঘন্টা আগে বাসা থেকে হয়েছি। তারপরও রাস্তায় কোন গাড়ী পাইনি। যাও দু-একটি পেয়েছি, ভিড়ের কারণে উঠতে পারিনি। বাধ্য হয়ে অন্যান্য দিনের চেয়ে তিন গুণ ভাড়ায় রিক্সা করে অফিসে এসেছি।

সকাল ৯টায় অফিস ধরতে বের হয়ে দুর্ভোগে পড়েন কিবরিয়া নামের সচিবালয়ের এক কর্মচারি। ঝিকাতলার বাসা থেকে বের হয়ে তিনি কোন গনমাধ্যম পাননি। যৎসামান্য কিছু রিক্সা ও অটোরিকশা পেলেও তারা সচিবালয় যেতে রাজি হননি। তারা বলছেন, ওই পথে ঝামেলা আছে। বাধ্য হয়ে তিনি হেঁটে অফিসের পথে রওয়ানা হন।

এমনিভাবে গণপরিবহনের স্বল্পতার কারণে রাজধানীতে অফিসগামী মানুষদের অনেক ঝক্কি-ঝামেলা পোহাতে হচ্ছে। সিংহভাগ মানুষদের পায়ে হেঁটেই গন্তব্যস্থানে পৌঁছতে হয়েছে।

মিজান/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে