ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
Sharenews24

দেশের পথে শাফিন, দাফন কাল

২০২৪ জুলাই ২৯ ১৬:১০:৪০
দেশের পথে শাফিন, দাফন কাল

বিনোদন ডেস্ক : ব্যান্ড তারকা শাফিন আহমেদ গত বৃহস্পতিবার (২৫ জুলাই) আমেরিকার ভার্জিনিয়ার একটি হাসপাতালে মারা যান। শনিবার (২৭ জুলাই) সেখানকার স্থানীয় মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সোমবার (২৯ জুলাই) বিকালে তার মরদেহ ঢাকায় আসার কথা রয়েছে।

আগামী ৩০ জুলাই মঙ্গলবার বাদ জোহর গুলশান আজাদ মসজিদে হবে শাফিন আহমেদের দ্বিতীয় জানাজা। এরপর বনানী কবরস্থানে বাবা-মায়ের পাশে তাকে দাফন করা হবে।

পাশাপাশি এদিন জুমার নামাজের পর গুলশান কমিউনিটি মসজিদে গায়কের কুলখানিও অনুষ্ঠিত হবে বলে জানান শিল্পীর পরিবার।

গত ২০ জুলাই ভার্জিনিয়ায় একটি কনসার্টে অংশ নেওয়ার কথা ছিল শাফিন আহমেদের। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শো বাতিল করা হয়। দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হলেও বাঁচানো যায়নি তাকে। শারীরিক অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয় এই গায়ককে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

বাংলাদেশের সংগীত অঙ্গনের দুই মহারথী সংগীতশিল্পী ফিরোজা বেগম এবং সুরকার কমল দাশগুপ্তের ছেলে শাফিন আহমেদ। পারিবারিক ঐতিহ্যের কারণে ছোটবেলা থেকেই গানের আবহে বেড়ে ওঠেন তিনি। বাবার কাছে উচ্চাঙ্গ সংগীত আর মায়ের কাছে নজরুলগীতি শিখেছেন।

তারিক/

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে