ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫
Sharenews24

আমাকে দেখতে কয় বাচ্চার মা লাগে!

২০২৪ ডিসেম্বর ০৪ ২৩:১১:৫০
আমাকে দেখতে কয় বাচ্চার মা লাগে!

বিনোদন প্রতিবেদক: জনপ্রিয় উপস্থাপিকা দীপ্তি চৌধুরী একটি টেলিভিশন টক শোতে টু দ্য পয়েন্ট নামে একটি অনুষ্ঠানে সঞ্চালনা করে সম্প্রতি আলোচনায় আসেন।

অনুষ্ঠান উপস্থাপনায় তিনি মূলত ধৈর্য ও ভদ্রোচিত আচরণের মধ্য দিয়ে পরিস্থিতি সামাল দিয়ে সবার নজর কাড়েন।

সঞ্চালক দিপ্তি চৌধুরীর বয়স কত? তিনি নায়িকা হবেন কিনা? এমন কথা কখনও তাকে আটকে ফেলে কিনা জানতে চাইলে উপস্থাপিকার প্রশ্নের জবাবে তিনি বলেন, আটকে ফেললে তিনি হয়তেো আজকে এই জায়গায় থাকতেন না। কিন্তু রাস্তাটা কঠিন করে কিনা সেটা একটা প্রশ্ন হতে পারে।

দীপ্তি চৌধুরী বলেন,সোশ্যাল মিডিয়া একটা ভারচুয়াল সোসাইটি। সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দেখি আমার ছবি নিয়ে বডি শেমিং করা হচ্ছে। ব্যাপারটা কম হলেও লাগে। সহকর্মীরাও তাকে বয়স জিজ্ঞেস করেছে বলে জানান তিনি।

উপস্থাপিকা দীপ্তি চৌধুরীকে দেখতে কয় বাচ্চার মা লাগে, তার বয়স মিনিমাম চল্লিশ, তার প্রতিটা ছবির নিচে আমি মুটকি-ভুটকিসহ মহিলা মহিলা লাগে এমন সব কমেন্ট দেখতে পান বলে জানান তিনি।

বাংলাদেশের ৮০ শতাংশ মেয়ে বডি শেমিংয়ের শিকার হয় বলে জানান জনপ্রিয় উপস্থাপিকা দীপ্তি চৌধুরী।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে