ঢাকা, রবিবার, ২৭ জুলাই ২০২৫
Sharenews24

আহতদের চিকিৎসা-রোজগারের ব্যবস্থা করবে সরকার

২০২৪ জুলাই ২৬ ১৯:৫৪:০১
আহতদের চিকিৎসা-রোজগারের ব্যবস্থা করবে সরকার

নিজস্ব প্রতিবেদক : সরকারি চাকুরীতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যারা আহত হয়েছেন, তাদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী এই সময় সরকার সহিংসতায় আহতদের চিকিৎসা-রোজগারের ব্যবস্থা করবে বলে আশ্বাস দিয়েছেন।

আজ শুক্রবার (২৬ জুলাই) বিকেলে ঢামেকে গিয়ে এমন আশ্বাস দেন সরকারপ্রধান।

শেখ হাসিনা প্রশ্ন রেখে বলেন, কোটা নিয়ে সব দাবি মেনে নেয়ার পরও কেন আন্দোলন শেষ হচ্ছে না? বিএনপি-জামায়াতের সহিংসতা-বর্বরতার বিরুদ্ধে দেশে-বিদেশে সবাইকে সোচ্চার হতে হবে।

প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কয়েকটি ওয়ার্ড ঘুরে আহতদের খোঁজখবর নেন। তিনি চিকিৎসক ও নার্সদের সঙ্গে কথা বলেন। আহতদের সব ধরনের চিকিৎসা দেওয়ার নির্দেশ দেন।

মামুন/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে