ঢাকা, রবিবার, ২৭ জুলাই ২০২৫
Sharenews24

লন্ডনে বসে ফোন করে প্রবাসীদের উসকে দেয়া হচ্ছে: প্রধানমন্ত্রী

২০২৪ জুলাই ২৬ ১৪:৫৫:০১
লন্ডনে বসে ফোন করে প্রবাসীদের উসকে দেয়া হচ্ছে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের সম্মান নষ্ট করতে লন্ডনে বসে ফোন করে বিশ্বব্যাপী প্রবাসীদের উসকে দেয়া হচ্ছে।

আজ শুক্রবার (২৬ জুলাই) সকালে হামলায় ক্ষতিগ্রস্ত বিটিভির ধ্বংসাবশেষ পরিদর্শন শেষে তিনি একথা বলেন।

সরকারপ্রধান বলেন, বিএনপি-জামায়াত অতীতের মতোই অগ্নিসন্ত্রাস শুরু করেছে। তবে এবার তারা আলাদা পদ্ধতি অবলম্বন করেছে। এই ধ্বংসের সঙ্গে জড়িত হামলাকারী এখনো আনাচে কানাচে লুকিয়ে রয়েছে। তাদের খুঁজে বের করে সাজা নিশ্চিত করতে জনগণকেই সহযোগিতা করতে হবে।

শেখ হাসিনা বলেন, যারা দেশের মানুষের রুটি-রুজির ওপর হাত দিয়েছে, রুটি-রুজির পথ বন্ধ করে দিয়েছে, তাদের বিচার জনগণকেই করতে হবে। কারণ জনগণই দেশের একমাত্র শক্তি।

প্রধানমন্ত্রী আরো বলেন, দেশবাসীকে বলব, যাদের জন্য আজ আপনাদের এই দুর্ভোগ, যারা ধ্বংস করল, যাদের জন্য আজ বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, তাদের বিচারের ভার এদেশের জনগণের ওপরই দিয়ে যাচ্ছি।

তিনি বলেন, কোটাইস্যুতে মুক্তিযোদ্ধার সন্তান নিয়ে আমার বক্তব্যকে বিকৃত করা হয়েছে। শিক্ষার্থীদের রাজাকার বলা হয়নি। তারা নিজেরাই নিজেদের ‘রাজাকার’ বলে স্লোগান দিয়েছে।

মিজান/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে