ঢাকা, রবিবার, ২৭ জুলাই ২০২৫
Sharenews24

পুলিশের ব্যারিকেড ভেঙে কুড়িল সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা

২০২৪ জুলাই ১৮ ১২:১৫:২৫
পুলিশের ব্যারিকেড ভেঙে কুড়িল সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক : সরকারি চাকুরীতে কোটা সংস্কারের দাবিতে রাজধানীর নতুন বাজার, কুড়িল বিশ্বরোড এলাকায় সড়ক অবরোধ করে রেখেছে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নতুন বাজার থেকে কুড়িল সড়ক পর্যন্ত রাস্তা অবরোধ করে রেখেছে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যায়ের শিক্ষার্থীরা। ফলে যান চলাচল সর্ম্পূণ বন্ধ রয়েছে।

এর আগে কুড়িল বিশ্বরোডে সকাল ৮টা থেকে সাজোয়া জান নিয়ে পুলিশের অবস্থান করতে দেখা যায়। সকাল ১০টা দিকে সাধারণ শিক্ষার্থীরা মিছিল নিয়ে রাস্তায় বের হওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়।

তবে বেলা ১১টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা রাস্তার দখলে নেয়। ফলে কুড়িল রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। এই রিপোর্ট লেখা পর্যন্ত শিক্ষার্থীরা সড়কে অবস্থান করছে।

এএসএম/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে