ঢাকা, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
Sharenews24

দ্বৈত নাগরিকত্ব থাকলেও মিলবে এনআইডি

২০২৪ জুন ১০ ১৫:৩৭:৫০
দ্বৈত নাগরিকত্ব থাকলেও মিলবে এনআইডি

নিজস্ব প্রতিবেদক : কোনো ব্যক্তির একাধিক নাগরিকত্ব থাকলেও তিনি যদি বাংলাদেশের নাগরিক প্রমাণ করতে পারেন, তাহলে তাকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল।

আজ সোমবার (১০ জুন) সকালে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে আয়োজিত এক তিনি একথা বলেন।

কর্মশালায় সিইসি স্বীকার করেন, এনআইডি নিয়ে এখনো জালিয়াতি হচ্ছে। এতে কমিশন প্রশ্নবিদ্ধ হচ্ছে। সংশ্লিষ্টদের আগামীতে যেন এমন ঘটনা না ঘটে, সেদিকে নজর রাখার নির্দেশনা দেন তিনি।

সিইসি জানান, জাতীয় পরিচয়পত্র এখনো ১০০ ভাগ চূড়ান্ত পর্যায়ে আসেনি। এর কারণ হিসেবে তিনি বলেন, যারা আবেদন করেন তারা সঠিক তথ্য দেনা না। একইসঙ্গে যারা তথ্য নেন তারাও সঠিকভাবে তথ্য নিবন্ধন করেন না।

অনুষ্ঠানে জানানো হয়, বর্তমানে দেশে জাতীয় পরিচয়পত্র সংশোধনের অনিষ্পন্ন আবেদন রয়েছে ৩ লাখ ৬৪ হাজার ১৬১টি। আর প্রক্রিয়াধীন আবেদন রয়েছে ২ লাখ ৩৮ হাজার ৯০৩টি।

শেয়ারনিউজ, ১০ জুন ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে