ঢাকা, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
Sharenews24

বিধ্বস্ত ভবনের হেড পিয়নের আবেগঘন বর্ণনা

২০২৫ জুলাই ২২ ১২:২৬:১৮
বিধ্বস্ত ভবনের হেড পিয়নের আবেগঘন বর্ণনা

নিজস্ব প্রতিবেদক: মোহাম্মদ নুরুন্নবি মনা, যিনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সেই ভবনের হেড পিয়ন, যেখানে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়, তিনি নিজের মর্মান্তিক অভিজ্ঞতা জানালেন।

গতকাল (২১ জুলাই) সোমবার, অন্যান্য দিনের মতোই নিজের দায়িত্ব পালন করছিলেন মনা। স্কুলের ছুটির সময় শিক্ষার্থীদের অভিভাবকদের কাছে হস্তান্তর করাই ছিল তার কাজ। কিন্তু দুর্ঘটনার কিছুক্ষণ আগে ল্যাব ক্লাস শেষ করে ল্যাপটপ ও প্রজেক্টর রাখার জন্য কো-অর্ডিনেটর রুমে গেলে আলমারির চাবি ঢোকানোর সময় বিকট বিস্ফোরণের শব্দ শোনেন তিনি।

সেই ভয়াবহ মুহূর্ত বর্ণনা করতে গিয়ে বারবার মূর্ছা যাচ্ছিলো মনার। তিনি বললেন, “সবার আগে আমার মরার কথা ছিল। আমি সাধারণত এখানে দুপুর ১টা ৩০ পর্যন্ত থাকি, কিন্তু আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে।”

মনা আরও জানান, “আমি মেইন গেটের দায়িত্বে ছিলাম। ছুটির সময় হ্যান্ডমাইক নিয়ে বাইরে যেতাম। আমি সবসময় নিজ হাতে শিক্ষার্থীদের অভিভাবকদের কাছে তুলে দিতাম। আজ থেকে এখানে আছি, কিন্তু কোনো খাওয়া-দাওয়ার ব্যবস্থা হয়নি।”

বিমান বিধ্বস্তের পরের পরিস্থিতি সম্পর্কে তিনি জানান, “বিস্ফোরণের পর চিৎকার শুরু হয়। আমরা দ্রুত রুম থেকে বের হয়ে দেখি আগুন লেগেছে আর ধোঁয়া উঠছে। দক্ষিণ পাশে কিছু শিক্ষার্থী ছিল, আমরা সেখানেই গিয়ে তাদের রক্ষা করি।”

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে