ঢাকা, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
Sharenews24

দ্বৈত নাগরিকত্ব থাকলেও এনআইডি দেওয়া হবে: সিইসি

২০২৪ জুন ১০ ১৩:৫৬:৫৮
দ্বৈত নাগরিকত্ব থাকলেও এনআইডি দেওয়া হবে: সিইসি

নিজস্ব প্রতিবেদক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন, দ্বৈত নাগরিকত্ব থাকলেও যদি কোনো ব্যক্তি কোনোভাবে নিজেকে বাংলাদেশি নাগরিক প্রমাণ করতে পারেন তাহলে তাঁকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়া হবে। মন্ত্রণালয় থেকে দ্বৈত নাগরিকত্বের সনদ আনা অর্থহীন বলেও জানান তিনি।

সোমবার (১০ জুন) সকালে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে এনআইডি সংশোধনের আবেদনসমূহ ক্যাটাগরিকরণ ও দ্রুত নিষ্পত্তি শীর্ষক এক কর্মশালায় সিইসি এসব কথা বলেন।

তিনি বলেন, জাতীয় পরিচয়পত্র নিয়ে এখনও জালিয়াতি হচ্ছে। এতে কমিশন প্রশ্নবিদ্ধ হচ্ছে। আগামীতে যেন এমন ঘটনা না ঘটে সেদিকে নজর রাখার নির্দেশনা দেন তিনি।

তিনি আরও বলেন, জাতীয় পরিচয়পত্র এখনও শতভাগ চূড়ান্ত পর্যায়ে আসেনি। এর অন্যতম কারণ, যারা আবেদন করেন তারা সঠিক তথ্য দেন না বা যারা তথ্য নেন তারাও সঠিকভাবে তথ্য নিবন্ধন করেন না।

শেয়ারনিউজ, ১০ জুন ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে