ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

এক সপ্তাহেই বিনিয়োগকারীদের ৫০ হাজার কোটি টাকা গায়েব!

২০২৪ মে ২৫ ১১:৩০:৩০
এক সপ্তাহেই বিনিয়োগকারীদের ৫০ হাজার কোটি টাকা গায়েব!

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (১৯-২৩ মে) বড় পতনে হয়েছে দেশের শেয়ারবাজারে। সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীরা হারিয়েছে ৪৯ হাজার ৯৮০ কোটি টাকা। এর আগের সপ্তাহেও বিনিয়োগকারীদের লোকসান হয়েছে। ওই সপ্তাহে লোকসান হয়েছিল ৮ হাজার ২০৩ কোটি টাকা। এতে করে গত ২ সপ্তাহে বিনিয়োগকারীরা হারিয়েছে ৫৮ হাজার ১৮৩ কোটি টাকা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ১ হাজার ৮২৫ কোটি টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৫৩ হাজার ৬৬ কোটি টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৪৮ হাজার ৭৫৯ কোটি টাকার।

তবে গত সপ্তাহে ১টি ট্রেজারি বন্ডের লেনদেন শুরু হওয়ার কারণে বাজার মূলধন যোগ হয়েছে ১ হাজার ২২১ কোটি টাকা। এতে করে ওই ১টি বন্ডকে হিসাব থেকে বাদ দিলে শেয়ারবাজারে বিনিয়োগকারীরা গত সপ্তাহে প্রকৃতপক্ষে হারিয়েছে বা তাদের বিনিয়োগ কমেছে ৪৯ হাজার ৯৮০ কোটি টাকার।

এর আগের সপ্তাহে বিনিয়োগকারীরা হারিয়েছে ৮ হাজার ২০৩ কোটি টাকা। যাতে গত ২ সপ্তাহে বিনিয়োগকারীরা হারিয়েছে ৫৮ হাজার ১৮৩ কোটি টাকা।

গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ হাজার ৭০ কোটি ৩ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ৮২১ কোটি ৪২ লাখ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১ হাজার ৭৫১ কোটি ৩৯ লাখ টাকার বা ৪৬ শতাংশ।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২০৫ পয়েন্ট বা ৩.৭২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫৩১২ পয়েন্টে। যা এর আগের সপ্তাহে কমেছিল ১৪৪ পয়েন্ট। এমন পতনে সূচকটি ৩ বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্নে নেমে গেছে। গত সপ্তাহে অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ৬৬ পয়েন্ট বা ৩.৩৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৯০৮ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৬ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৮টির বা ৭.২৫ শতাংশের, কমেছে ৩৩৮টির বা ৮৭.৫৬ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ২০টির বা ৫.১৮ শতাংশের।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১৫৫ কোটি ৮ লাখ টাকার। সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬০৩ পয়েন্ট বা ৩.৭৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৫৪০৩ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩০৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩৯টির দর বেড়েছে, ২৫২টির দর কমেছে এবং ১৪টির দর অপরিবর্তিত রয়েছে।

শেয়ারনিউজ, ২৫ মে ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে