ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

এবার হেড অফিসে ধর্না

আইসিবি ইসলামিক ব্যাংকের গ্রাহকদের মাথায় ভাঁজ

২০২৪ মে ২০ ২১:৪৩:০৭
আইসিবি ইসলামিক ব্যাংকের গ্রাহকদের মাথায় ভাঁজ

নিজস্ব প্রতিবেদক : আইসিবি ইসলামিক ব্যাংকের বিভিন্ন শাখায় আমানতের টাকা তুলতে না পেরে গ্রাহকরা এবার ভিড় করছেন প্রধান কার্যালয়ে। ছোট অংকের আমানতও পরিশোধ করতে পারছে না ব্যাংকটি।

ব্যাংকটির কর্তৃপক্ষ বলছে, একসঙ্গে বড় অংকের আমানত তুলে নেওয়ায় চাপে পড়েছে ব্যাংক। পরিস্থিতি সামাল দিতে সম্পদ বিক্রি করে তারা ব্যাংকটির তারল্য বাড়ানোর চেষ্টা চালাচ্ছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, আইসিবি ইসলামিক ব্যাংকের কারওয়ান বাজার শাখার পাশেই ব্যাংকটির একটি এটিএমবুথ। সেখানে নেই কোন নগদ টাকা। জানা যায়, কয়েকমাস ধরেই এমন পরিস্থিতি।

ব্যাংকটি সামনে ঘুরাফিরা করছেন কিছু গ্রাহক। তবে তারা কেউ টাকা রাখতে আসেনি, আমানতের টাকা তুলতে ঘুরছেন দিনের পর দিন। কিন্তু অল্প টাকাও তাদের ভাগ্যে মিলছে না।

আইসিবি ইসলামিক ব্যাংকের প্রধান কার্যালয়ে দেখা যায়, এমন বেশ কয়েকজন গ্রাহককে। শাখা অফিসে আমানতের টাকা না পেয়ে ভিড় করছেন বড় কর্তাদের কাছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ২০২৩ সালে ব্যাংকটি ১ হাজার ৮২৩ কোটি টাকার মূলধন ঘাটতিতে পরে। তাদের মোট ৭৯০ কোটি টাকা ঋণের ৮৭ শতাংশই মন্দ ঋণ।

বাংলাদেশ ব্যাংকের লাল তালিকাভুক্ত হওয়ার খবরে গ্রাহকদের মধ্যে আস্থা সংকট বেড়েছে বলে মনে করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ শফিক বিন আব্দুল্লাহ।

সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘চলতি বছর এখন পর্যন্ত ৫২ কোটি টাকা আমানতকারীদের পরিশোধ করেছি। এতে, তারল্যের পুরোটাই শেষ। আগে কখনো এভাবে টাকা তুলে নিতে দেখিনি। এটা একরকম বিস্ময়কর। আমরা যার জন্য প্রস্তুত ছিলামনা। তবে, গ্রাহকদের বলবো আমাদের নতুন কোন ঋণ অনিয়মিত হয়নি। আমানত নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই। জুনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।’

চরম তারল্য ঘাটতিতে জানুয়ারির শেষ দিকে বাংলাদেশ ব্যাংক থেকে জামানতমুক্ত ৫০ কোটি টাকা সহায়তা চায় শেয়ারবাজারে তালিকাভুক্ত আইসিবি ইসলামিক ব্যাংক। তবে আগে থেকেই ব্যাংকটির ৪২৫ কোটি টাকা দেনা থাকায় আবেদন প্রত্যাখ্যান করেছে কেন্দ্রীয় ব্যাংক।

শেয়ারনিউজ, ২০ মে ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে