ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
Sharenews24

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার চাঙা

২০২৪ মে ০৫ ২৩:০৫:১২
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার চাঙা

নিজস্ব প্রতিবেদক : গত এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান প্রত্যাশার চেয়ে ধীর গতির হয়েছে। ফলে চলতি বছর দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) সুদের হার কমাতে পারে বলে সম্ভাবনা জেগেছে। এই প্রেক্ষাপটে মার্কিন শেয়ারবাজার ঊর্ধ্বমুখী হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের প্রথম প্রান্তিকে ইউএস প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের পণ্য বিক্রি পূর্বাভাসের চেয়ে অধিক হয়েছে।

এছাড়া আমেরিকান বহুজাতিক বায়োফার্মাসিউটিক্যালস কোম্পানি অ্যামজেনেরও বিক্রি বেশি হয়েছে। মার্কিন শেয়ারবাজার ঊর্ধ্বমুখী হওয়ার অন্যতম কারণ এগুলোও।

এর প্রেক্ষিতে ওয়াল স্ট্রিটের প্রধান তিন স্টক সূচকের উত্থান ঘটেছে। অ্যাপলের শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে ৬.৭০ শতাংশ। সব মিলিয়ে প্রযুক্তি খাতে বেড়েছে ৩ শতাংশ। আর অ্যামজেনের ঊধ্র্বগামী হয়েছে ১৩.১০ শতাংশ।

যার ফলে ডো জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ সূচক ঊর্ধ্বমুখী হয়েছে ৪৩০.৯৯ পয়েন্ট বা ১.১৩ শতাংশ। বর্তমানে যা ৩৮,৬৫৬.৬৫ পয়েন্টে অবস্থান করছে। এসঅ্যান্ডপি ৫০০ সূচকের উত্থান ঘটেছে ৫৬.০২ পয়েন্ট বা ১.১০ শতাংশ। এখন তা ৫১২০.০২ পয়েন্টে দাঁড়িয়েছে।

নাসডাক কম্পোজিট সূচক ঊর্ধ্বমুখী হয়েছে ৩০১.৪৪ পয়েন্ট বা ১.৯০ শতাংশ। বর্তমানে যা ১৬,১৪২.২৭ পয়েন্টে অবস্থান করছে। এসঅ্যান্ডপি ৫০০ সূচকের আওতাভুক্ত ৩৯৭ কোম্পানিরই আয় বেড়েছে।

অন্যান্য সূচকের কোম্পানিগুলোরও মুনাফা গত ত্রৈমাসিকে বৃদ্ধি পেয়েছে।

শেয়ারনিউজ, ০৪ মে ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে