ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

মালয়েশিয়ায় শিক্ষার্থীসহ ১৮ বাংলাদেশি আটক

২০২৪ মে ০৩ ১২:১৬:৫৮
মালয়েশিয়ায় শিক্ষার্থীসহ ১৮ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক : মালয়েশিয়ায় আবারও নিয়মিত আটকের ঘটনা ঘটছে। এবার এক শিক্ষার্থীসহ ১৮ বাংলাদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

মঙ্গলবার (৩০ এপ্রিল) একটি সবজির দোকানে কর্মরত অবস্থায় শিক্ষার্থীকে আটক করে দেশটির অভিবাসন পুলিশ।

গ্রেফতারের পর হরিয়ান মেট্রো ওই ছাত্রকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে বলেছিল, গ্রেফতারকৃত ছাত্র এক মাসের বেতন পেয়ে মানসিক সমস্যায় ভুগছিলেন, স্ত্রীকে দেখতে দেশে ফিরতে চেয়েছিলেন। কিন্তু তার আগেই তাকে আটক করে অভিবাসন বিভাগ।

এডুকেশন মালয়েশিয়া গ্লোবাল সার্ভিস এবং ইমিগ্রেশন ওয়েবসাইট অনুসারে, মালয়েশিয়ায় বিদেশী শিক্ষার্থীদের শর্ত সাপেক্ষে খণ্ডকালীন কাজ করার অনুমতি দেওয়া হয়, তবে ব্যবসায়ী বা বিক্রয়কর্মী হিসাবে কাজ করার অনুমতি নেই।

এর আগে অনেক শিক্ষার্থী অবৈধভাবে কাজ করার সময় ইমিগ্রেশনের হাতে ধরাও পড়েন।

সম্প্রতি আটক বাংলাদেশি শিক্ষার্থী গত বছরের সেপ্টেম্বরে মালয়েশিয়ার ক্লাং ভ্যালিতে একটি সরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পড়তে এসেছিলেন। চাকরি ও ডিগ্রির লোভনীয় অফার নিয়ে আসা ওই শিক্ষার্থী গত এক বছর ধরে দেশের নিয়মনীতির জালে আটকা পড়েছেন।

একদিকে হাতে টাকা নেই, অন্যদিকে দেশে থাকা তার স্ত্রীর হঠাৎ মানসিক সমস্যা দেখা দিয়েছে। ফলে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন ওই ছাত্রী। পর্যাপ্ত টাকা না থাকায় তিনি টিকিট কিনতে পারেননি।

পরে বিমানের টিকিটের টাকা বাঁচাতে ফুলটাইম কাজ করার সিদ্ধান্ত নেন। তিনি কুয়ালালামপুরের একটি সবজির দোকানে কাজ করতেন। সেখানে তার বেতন মাসে দুই হাজার রিঙ্গিত।

শেয়ারনিউজ, ০৩ মে ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে