ঢাকা, বুধবার, ২০ আগস্ট ২০২৫
Sharenews24

এফবিসিসিআই পরিচালকের সাথে অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের আলোচনা

২০২৪ এপ্রিল ২৯ ১৯:৫৭:৩৬
এফবিসিসিআই পরিচালকের সাথে অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের আলোচনা

নিজস্ব প্রতিবেদক : অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের (এবিবিএফ) একটি প্রতিনিধিদল বাংলাদেশে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-এর পরিচালক রকিবুল আলম দিপুরের সঙ্গে দেখা করেছেন।

সংগঠনের সভাপতি আব্দুল খান রতনের নেতৃত্বে অনুষ্ঠিত সভায় ৩ ও ৪ অক্টোবর সিডনিতে দুই দিনব্যাপী বাণিজ্য মেলা (অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস এক্সপো সিডনি অস্ট্রেলিয়া ২০২৪) সফলভাবে সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আলোচনা শেষে উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতার অঙ্গীকার করেন। বৈঠকের পর এফবিবিসিআই পরিচালক বলেন, সিঙ্গেল কান্ট্রি ফেয়ার অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনা ও সাফল্য এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ব্যাপক সহায়তা প্রদানের জন্য বাংলাদেশ হাইকমিশনার ক্যানবেরা এবং এবিবিএফ-এর সাথে একত্রে কাজ করবে।

বৈঠকে অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের পরিচালক শফিক শেখ ও উপদেষ্টা নাঈম আবদুল্লাহ উপস্থিত ছিলেন।

শেয়ারনিউজ, ২৯ এপ্রিল ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে