ঢাকা, বুধবার, ২০ আগস্ট ২০২৫
Sharenews24

কুয়েত ডেজার্ট চ্যাম্পিয়নশিপ ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশের জয়

২০২৪ এপ্রিল ২৮ ২৩:০৪:০৮
কুয়েত ডেজার্ট চ্যাম্পিয়নশিপ ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশের জয়

প্রবাস ডেস্ক : কুয়েতে ডেজার্ট চ্যাম্পিয়নশিপ টি২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩-২০২৪ ২০টি দলের সঙ্গে প্রতিযোগিতা করে ফাইনাল খেলায় জয়ী হয়েছে বাংলাদেশ।

ভারত, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের ২০টি দলের সঙ্গে খেলার পর প্রবাসী বাংলাদেশি দল ব্রাহ্মণবাড়িয়া একাদশ ফাইনালে ওঠে।

বৃহস্পতিবার ২৫ এপ্রিল স্থানীয় সময় রাত ১১টায় কুয়েত ক্রিকেট ক্লাব আয়োজিত সুলাইবিয়া ক্রিকেট গ্রাউন্ডে ডেজার্ট চ্যাম্পিয়নশিপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়। খেলা চলে ভোর তিনটা পর্যন্ত।

বাংলাদেশ ভারত, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কসহ বিভিন্ন দেশের ২০টি দলের সঙ্গে দীর্ঘ ছয় মাস খেলে ফাইনালে আসে প্রবাসী বাংলাদেশিদের দল ব্রাক্ষ্মণবাড়িয়া একাদশ এবং ভারতীয় প্রবাসীদের দল।

এর আগে টসে জিতে খেলার প্রথমে ভারতের রাজোয়েল ক্রিকেট ক্লাব ফিল্ডিং নিয়ে ওভার শেষে আট উইকেটে ১২১ রান নিতে সক্ষম হয়।

ব্রাক্ষ্মণবাড়িয়া একাদশ ক্লাব ১২২ রানের টার্গেট নিয়ে স্থানীয় সময় রাত একটায় মাঠে নামে।

কাঙ্ক্ষিত ওভার শেষ হওয়ার পূর্বেই চার উইকেটে ১৭ ওভার তিন বলে লক্ষ্যে পৌঁছে ১২৫ রানেই জয়ের শীরোপা অর্জন করতে সক্ষম হয়।

শেয়ারনিউজ, ২৮ এপ্রিল ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে