ঢাকা, বুধবার, ২০ আগস্ট ২০২৫
Sharenews24

সৌদি আরবে বর্ণীল বৈশাখী উৎসব

২০২৪ এপ্রিল ২৮ ২২:৫২:৩৭
সৌদি আরবে বর্ণীল বৈশাখী উৎসব

প্রবাস ডেস্ক : এসো হে বৈশাখ, এসো এসো স্লোগানে সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত হয়েছে বর্ণীল বৈশাখী উৎসব।

শুক্রবার (২৬ এপ্রিল) রাতে রিয়াদের একটি কমিউনিটি সেন্টারে রিয়াদে এক কর্মরত চিকিৎসক দম্পতি বৈশাখী উৎসবের আয়োজন করেন।

এদিন সন্ধ্যা ৭টা থেকে গভীর রাত পর্যন্ত চলা বৈশাখী আয়োজনে ছিল বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার, বৈশাখের গান, দেশত্মবোধক গান, কবিতা ও ছড়ার আসর।

অনুষ্ঠানে বাংলাদেশের ঐতিহ্যবাহী নকশিকাঁথা, হাত পাখা, রিকশা, বিভিন্ন ধরনের ঐতিহ্যমন্ডিত পুতুল প্রদর্শন করা হয়।

অতিথি আপ্যায়নে ছিল দেশীয় বিভিন্ন ধরনের ভর্তা, পায়েস, রসগোল্লা, মোয়া, সন্দেশ, পিঠাসহ ঐতিহ্যবাহী দেশীয় খাবার।

বাহারি পোশাকে বর্ণীল এই অনুষ্ঠান পরিচালনা করেন ডা. বাপ্পী ও ডা. ফারজানা। অংশগ্রহণ করেন বিভিন্ন পেশাজীবীরা।

উৎসবে আরও অংশগ্রহণ করেন আমন্ত্রিত অতিথিদের রিয়াদ দূতাবাসের ডিফেন্স অ্যাটাসে ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফারুক ও ব্যবসায়ী আলী আকবর।

অনুষ্ঠানে দলীয় ও একক সঙ্গীত পরিবেশন করেন ডা. মারুফা, ডা. শহীদ, ডা. তানুরা, ডা. নন্দিনী, ডা. কাজী মাসুদ, ডা. লায়লা, ডা. শরিফা, ডা. পপি ও শাকিলা।

শ্রুতি পরিবেশন করেন আজিম ও রুচিরা। কবিতা ও ছড়া পরিবেশন করেন ইঞ্জি. মোয়াজ্জেম হোসেন, মশী সিরাজ, শেহজাদ ও শারিক।

শেয়ারনিউজ, ২৮ এপ্রিল ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে