ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

কাতারে পেনশন স্কিম নিয়ে প্রবাসীদের ভাবনা শীর্ষক গোলটেবিল আলোচনা

২০২৪ এপ্রিল ২৭ ১১:১৭:২৬
কাতারে পেনশন স্কিম নিয়ে প্রবাসীদের ভাবনা শীর্ষক গোলটেবিল আলোচনা

প্রবাস ডেস্ক : বাংলাদেশ প্রেসক্লাব কাতার কাতারে বাংলাদেশ সরকারের সার্বজনীন পেনশন স্কিম নিয়ে প্রবাসীদের ভাবনা নিয়ে গোল টেবিল আলোচনার আয়োজন করেছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাতে কাতারের রাজধানী দোহা ওল্ড গানম ম্যাজিস্ট্রিট হোটেলের হল রুমে এ গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি আকবর হোসেন বাচ্চুর সভাপতিত্বে ও সিনিয়র সহ সভাপতি আনোয়ার হোসেন মামুনের পরিচালনায় এ গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর মোহাম্মদ মাশহুদুল কবীর।

গোলটেবিল আলোচনায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন এম এ সালাম, কাজী মোহাম্মদ শামীম, সজল মালাকার, মোশাররফ হোসেন জনী, আবুল কালাম ফয়সাল প্রমুখ।

আলোচনায় আরও অংশ নেন মাহবুবুর রহমান চৌধুরী বাবু, নুরুল আফসার বাবুল, আহমেদ মালেক, আলম শাহ তালুকদার, আব্দুল কাদের, বদরুল ইসলাম, জুবের খান, মকবুল মিয়া, মো. শামসুদ্দিন, কামরুল ইসলাম প্রমুখ।

উপস্থিত বক্তারা বলেন, বাংলাদেশ সরকারের সার্বজনীন প্রবাসী পেনশন স্কিম নিয়ে প্রবাসীদের মধ্যেই এখনো ভালো ধারণা নেই। সার্বজনীন প্রবাসী পেনশন স্কিম নিয়ে আরও বেশি প্রচারণা দরকার বলে মনে করেন বক্তারা।

শেয়ারনিউজ, ২৭ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে