ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

যুক্তরাষ্ট্রে গরুর দুধে প্রাণঘাতী বার্ড ফ্লু শনাক্ত

২০২৪ এপ্রিল ২৬ ২২:২১:৫১
যুক্তরাষ্ট্রে গরুর দুধে প্রাণঘাতী বার্ড ফ্লু শনাক্ত

প্রবাস ডেস্ক : যুক্তরাষ্ট্রে গরুর পাস্তুরিত দুধে প্রাণঘাতী বার্ড ফ্লু ভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। দেশটির খাদ্য ও ঔষধ প্রশাসন কর্তৃপক্ষ জানিয়েছে, দেশজুড়ে জাতীয় সমীক্ষা চলাকালীন আক্রান্ত গোবাদিপশুর প্রক্রিয়াজাত দুধ নিয়ে গবেষণার সময় গরুর দুধে ভাইরাসটি সংক্রিয় অবস্থায় না পেলেও এর অবশিষ্টাংশ খুঁজে পান তারা।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি’র খবরে বলা হয়, এতে করে এই ভাইরাস মানুষের দেহে ছড়িয়ে পড়া নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এতে মানুষের জন্য ঝুঁকির মাত্রা খুব সামান্য।

মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাষ্ট্রজুড়ে গবাদিপশুর মধ্যে হাইলি প্যাথোজেনিক এভিয়ান ইনফ্লুয়েঞ্জা (এইচপিএআই) বা বার্ড ফ্লু ভাইরাসের প্রকোপ দেখা দিয়েছে। আক্রান্ত গবাদিপশুর সংস্পর্শে আসার মধ্য দিয়ে এক ব্যক্তিও আক্রান্ত হয়েছেন। তবে তার উপসর্গগুলো অনেকটা মৃদু।

এইচপিএআই-এর প্রাণঘাতী এইচ৫এন১ ধরনে আক্রান্ত হয়ে লাখ লাখ হাঁস-মুরগি মারা গেলেও, আক্রান্ত গরুকে খুব বেশি অসুস্থ হতে দেখা যায়নি।

পাস্তুরিত দুধের নমুনাগুলিতে একটি পরিমাণগত পলিমারেজ চেইন প্রতিক্রিয়া (কিউপিসিআর) পরীক্ষা করা হয়েছিল। এটি দেখিয়েছিল যে পাস্তুরাইজেশন প্রক্রিয়া চলাকালীন তাপ দ্বারা ভাইরাসটি নিষ্ক্রিয় হয়েছিল। নমুনায় শুধুমাত্র প্যাথোজেনের জেনেটিক উপাদানের অবশিষ্টাংশ সনাক্ত করা হয়েছে।

পাস্তুরিত দুধের নমুনাগুলো নিয়ে একটি কোয়ান্টিটেটিভ পলিমারেজ চেইন রিঅ্যাকশন (কিউপিসিআর) পরীক্ষা করা হয়েছে। এতে দেখা গেছে, পাস্তুরিতকরণ প্রক্রিয়ার সময় উত্তাপে ভাইরাসটি নিষ্ক্রিয় হয়ে গেছে। নমুনায় প্যাথোজেনের জেনেটিক উপাদানের অবশিষ্টাংশ শনাক্ত হয়েছে শুধু।

বার্ড ফ্লু এ বা এইচফাইভএন১ ভাইরাস প্রথম শনাক্ত করা হয়েছিল ১৯৯৬ সালে। তবে, 2020 সাল থেকে, বার্ড ফ্লুতে আক্রান্ত পাখির সংখ্যা বেড়েছে। তারপর থেকে, আক্রান্ত স্তন্যপায়ী প্রাণীর সংখ্যাও বেড়েছে। ওই বছরের মার্চে তালিকায় গরু-ছাগলও যুক্ত হয়। এতে হতবাক বিশেষজ্ঞরা। কারণ এর আগে প্রাণীদের এ ধরনের ভাইরাসে আক্রান্ত হতে দেখা যায়নি।

১৯৯৬ সালে সর্বপ্রথম বার্ড ফ্লু এ বা এইচফাইভএন১ ভাইরাস শনাক্ত হয়। তবে ২০২০ সাল থেকে বার্ড ফ্লু আক্রান্ত পাখির সংখ্যা অনেক বেড়ে যায়। তখন থেকে স্তন্যপায়ী প্রাণীদের আক্রান্ত হওয়ার সংখ্যাও বাড়তে দেখা গেছে। সেই বছর মার্চ মাসে গরু ও ছাগলও এই তালিকায় যুক্ত হয়। এতে বিশেষজ্ঞরা হতবাক হন। কারণ, এর আগে পর্যন্ত পশুরা এই ধরনের ভাইরাসে আক্রান্ত হতে দেখা যায়নি।

শেয়ারনিউজ, ২৬ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে