ঢাকা, বুধবার, ২০ আগস্ট ২০২৫
Sharenews24

বাংলাদেশের পেনশন স্কিম নিয়ে কাতার প্রবাসীদের আলোচনা

২০২৪ এপ্রিল ২৬ ১৮:০৪:১১
বাংলাদেশের পেনশন স্কিম নিয়ে কাতার প্রবাসীদের আলোচনা

প্রবাস ডেস্ক : কাতারে বাংলাদেশ সরকারের সার্বজনীন পেনশন স্কিম নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। দেশটিতে প্রবাসীদের ভাবনা শীর্ষক এই গোলটেবিল আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ প্রেসক্লাব কাতার। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাতে কাতারের রাজধানী দোহা ওল্ড গানম ম্যাজিস্ট্রিট হোটেলের হল রুমে আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর মোহাম্মদ মাশহুদুল কবীর। এছাড়া সংগঠনের সভাপতি আকবর হোসেন বাচ্চুর সভাপতিত্বে ও সিনিয়র সহ সভাপতি আনোয়ার হোসেন মামুনের পরিচালনায় আলোচনা অনুষ্ঠিত হয়।

গোলটেবিল আলোচনায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন এম এ সালাম, কাজী মোহাম্মদ শামীম, সজল মালাকার, মোশাররফ হোসেন জনী, আবুল কালাম ফয়সাল প্রমুখ।

গোলটেবিল আলোচনায় বক্তারা বলেন, বাংলাদেশ সরকারের সার্বজনীন প্রবাসী পেনশন স্কিম নিয়ে প্রবাসীদের মধ্যেই এখনো ভালো ধারণা নেই। সার্বজনীন প্রবাসী পেনশন স্কিম নিয়ে আরও বেশি প্রচারণা দরকার বলে মনে করেন বক্তারা।

উক্ত অনুষ্ঠানে গোলটেবিল আলোচনায় আরও অংশ নেন মাহবুবুর রহমান চৌধুরী বাবু, নুরুল আফসার বাবুল, আহমেদ মালেক, আলম শাহ তালুকদার, আব্দুল কাদের, বদরুল ইসলাম, জুবের খান, মকবুল মিয়া, মো. শামসুদ্দিন, কামরুল ইসলাম প্রমুখ।

শেয়ারনিউজ, ২৬ এপ্রিল ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে