ঢাকা, বুধবার, ২০ আগস্ট ২০২৫
Sharenews24

ওমানে ভুয়া পুলিশের ফাঁদে প্রবাসীরা

২০২৪ এপ্রিল ২৫ ১৯:৪৯:৪০
ওমানে ভুয়া পুলিশের ফাঁদে প্রবাসীরা

প্রবাস ডেস্ক : ওমানে পুলিশের ইউনিফর্ম ব্যবহার করে বিভিন্ন এলাকায় পুলিশের পরিচয় প্রতারণার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে রয়্যাল ওমান পুলিশ।

জানা যায়, গ্রেপ্তারকৃতদের প্রধান টার্গেট ছিলেন প্রবাসীরা। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দেশটির প্রথম সারির একটি গণমাধ্যমে পুলিশের বরাতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ আল বাতিনাহ পুলিশ কমান্ড অভিযান চালিয়ে ভুয়া পুলিশ পরিচয় দেওয়া ওই প্রতারক চক্রকে হাতেনাতে গ্রেফতার করে। তারা বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে প্রবাসীদের কাছ থেকে টাকা আদায় করতেন।

যেহেতু পুলিশের পোশাক পরিহিত থাকতেন তাই প্রবাসীরাও ভয়ে কোনো প্রতিবাদ করতেন না। একইসাথে তাদের বিরুদ্ধে ছিনতাই ও চুরির অভিযোগও আনা হয়েছে।

দেশটির পুলিশ প্রবাসীদের সতর্ক করে বলেছে, এই ধরণের ঘটনার সম্মুখীন হলে তারা যেন সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারস্থ হন।

এছাড়া সবধরণের অনৈতিক লেনদেনের ব্যাপারেও তাদের সাবধান করা হয়েছে।

যদিও ওমানে পুলিশ পরিচয়ে প্রবাসীদের টার্গেট করে প্রতারণার ঘটনা এটাই প্রথম নয়। এর আগেও একাধিকবার পুলিশ পরিচয়ে প্রবাসীদের ব্যংকের গোপন তথ্য হাতিয়ে নিয়ে অর্থ লুটের ঘটনা ঘটেছে।

শেয়ারনিউজ, ২৫ এপ্রিল ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে