ঢাকা, বুধবার, ২০ আগস্ট ২০২৫
Sharenews24

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে হত্যার অভিযোগ

২০২৪ এপ্রিল ২৫ ১৪:৫১:১৯
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে হত্যার অভিযোগ

প্রবাস ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি এক প্রবাসী ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরি। ওই ব্যবসায়ীর নাম মো. কামাল হোসেন (৫০)। তার বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে।

গতকাল বুধবার (২৪ এপ্রিল) বাংলাদেশ সময় বিকেল ৩টায় দক্ষিণ আফ্রিকার হিয়াভুসা এলাকার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় স্থানীয় ডাকাত দল তাকে হত্যা করে।

তিনি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া গোহাট্টা এলাকার মৃত খলিল মিয়ার ছেলে। সোনারগাঁয়ে তার নিজ বাড়িতে স্ত্রীসহ ৯ বছর বয়সী এক মেয়ে আছে।

নিহতের ভাগনে আরাফাত হোসেন সিফাত জানান, কামাল মামা দক্ষিণ আফ্রিকার হিয়াভুসা এলাকায় একটি দোকান নিয়ে ব্যবসা করত।

বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় দোকানটিতে ডাকাতদল হানা দেয়। এ সময় ডাকাতরা তার মাথা পলিথিন দিয়ে আটকে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলে।

নিহতের পারিবার সূত্রে জানা যায়, আইনি প্রক্রিয়া শেষে কামাল হোসেনের মরদেহ দেশে আনার ব্যবস্থা করা হবে।

শেয়ারনিউজ, ২৫ এপ্রিল ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে