ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

আরও তিন লক্ষাধিক হোটেল কক্ষ বানাবে সৌদি আরব

২০২৪ এপ্রিল ২৫ ১২:২৯:১৯
আরও তিন লক্ষাধিক হোটেল কক্ষ বানাবে সৌদি আরব

প্রবাস ডেস্ক : মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ সৌদি আরব ২০৩০ সালের মধ্যে আরও তিন লাখ ২০ হাজার হোটেল কক্ষ বানানোর লক্ষ্য ঠিক করেছে।

দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ বুধবার (২৪ এপ্রিল) জানিয়েছে, চলতি দশকের শেষে দেশটিতে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক দর্শনার্থীর সংখ্যা ১৫০ মিলিয়ন ছাড়িয়ে যাবে। ফলে নতুন করে হোটেল কক্ষের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হলো।

এদিকে পর্যটন খাতে নিজেদের বিনিয়োগ বাড়াচ্ছে সৌদি। এজন্য নেওয়া হয়েছে নানা উন্নয়ন কর্মকাণ্ড। দেশটির জিডিপিতে পর্যটন খাতের অবদান প্রায় ৬ শতাংশ, যা এই দশকের শেষে ১০ শতাংশে উন্নীত করার চেষ্টা চলছে।

কনসালটেন্সি প্রতিষ্ঠান নাইট ফ্রাংকের তথ্যানুসারে, চলতি দশকের শেষে সৌদির পর্যটন খাত ৭২ শতাংশ বাড়বে। ফলে এই সময়ে দুই লাখ ৫১ হাজার ৫০০ হোটেল কক্ষের চাহিদা দেখা দেবে। হোটেল কক্ষগুলোর মধ্যে ৬৬ শতাংশ হবে বিলাসবহুল কক্ষ।

এরই ধারাবাহিকতায় এবার বিনোদন খাতেও আয়োজন করা হচ্ছে সৌদি আরবের। এ কারণে গত কয়েক বছরে রিয়াদের বুলেভার্ড ওয়ার্ল্ড থিম পার্কসহ বেশ কয়েকটি পার্ক খোলা হয়েছে। এছাড়া আরও ২৪টি থিম পার্কের লাইসেন্স দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

শেয়ারনিউজ, ২৫ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে