ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

২০২২ সালের তুলনায় ২০২৩ সালে রেমিট্যান্স বেড়েছে ২.৫ শতাংশ

২০২৪ জানুয়ারি ০২ ১৯:০২:০৩
২০২২ সালের তুলনায় ২০২৩ সালে রেমিট্যান্স বেড়েছে ২.৫ শতাংশ

নিজস্ব প্রতিবেদক : গেল ২০২৩ সালে প্রবাসীরা দেশে ২১.৮২ বিলিয়ন ডলার পাঠিয়েছেন। ডলারের ব্যাংক ও হুন্ডি পদ্ধতির বিনিময় হারের মধ্যে ব্যাপক পার্থক্য থাকার প্রেক্ষাপটে দেশ থেকে বেশি সংখ্যক শ্রমিক বিদেশে গেলেও রেমিট্যান্সের প্রবৃদ্ধি আশানুরূপ হয়নি।

তারপরও ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে দেশে প্রবাসীদের রেমিট্যান্স ২.৫৪ শতাংশ বেশি এসেছে।

কেন্দ্রী ব্যাংকের তথ্যে জানা গেছে, ২০২২ সালে রেমিট্যান্স আয় ছিল ২১.২৮ বিলিয়ন ডলার ও ২০২১ সালে তা ছিল ২১.৭৪ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক সংবাদ মাধ্যমকে জানান, ২০২৩ সালের শেষ মাসে প্রবাসীরা ১৯০ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, গত ডিসেম্বরে রেমিট্যান্স এসেছিল ১.৯৩ বিলিয়ন ডলার। এটি এর আগের মাসের তুলনায় ১.৫৫ শতাংশ কম।

শেয়ারনিউজ, ০২ জানুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে