ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

এআই পণ্যে জলছাপ যুক্ত করছে মেটা

২০২৩ ডিসেম্বর ১২ ১৪:০৮:১২
এআই পণ্যে জলছাপ যুক্ত করছে মেটা

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোয় ২০টির বেশি জেনারেটিভ এআইভিত্তিক পণ্য ও সেবার পরীক্ষা করছে সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট মেটা। এর মধ্যে ‘টেক্সট-টু-ইমেজ’ চ্যাটবট ইমাজিন উইথ মেটা এআইতে জলছাপ যোগ করার ঘোষণা দিয়েছে মেটা। আগামী কয়েক সপ্তাহের মধ্যে চ্যাটবটে এ সুবিধাটি যুক্ত হতে যাচ্ছে। খবর রয়টার্সের।

জানা গেছে, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের মতো প্লাটফর্মে স্বচ্ছতা বাড়াতে নতুন এই পরিকল্পনা গ্রহণ করছে মেটা।

মেটা জানায়, ‘ভবিষ্যতে এআইয়ের মাধ্যমে তৈরি ছবিতে জলছাপ সংযুক্ত করা হবে। এটি অন্যান্য ছবি সংশ্লিষ্ট কাজ যেমন—ক্রপ করা বা স্ক্রিনশট নেওয়ার ক্ষেত্রেও প্রযোজ্য হবে।’

গত সেপ্টেম্বরের শেষ দিকে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিভিন্ন পরিষেবা প্রকাশ্যে নিয়ে আসে সোশ্যাল মিডিয়া জায়ান্টটি। এর মধ্যে রয়েছে ফটো-রিয়েলিস্টিক ছবি তৈরির সক্ষমতাসম্পন্ন চ্যাটবট এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারা স্মার্ট গ্লাস।

সম্প্রতি পছন্দ মতো ছবি তৈরির এআই ‘ইমাজিন উইথ মেটা’ উন্মোচন করে মেটা। এর ব্যবহারকারীরা নিজের ভাষায় কেবল কী ছবি বানাতে চান তা বর্ণণা করলেই বাকিটা এআই তৈরি করে দেয়। আপনি যেমন ছবি চান মোটামুটি সেরকম একটি কৃত্রিম ছবি আপনার সামনে হাজির করবে ইমাজিন উইথ মেটা। এটা কাজ করবে টেক্সট–টু–ইমেজ হিসেবে, অর্থাৎ ব্যবহারকারীরা কী ছবি চান তা লিখে দিলেই বানিয়ে দেবে মেটার ইমাজিন।

প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান মাইক্রোসফট ভিত্তিক ওপেনএআইয়ের চ্যাটবট চ্যাটজিপিটি বিশ্বজুড়ে তুমুল সফলতা অর্জন করছে। এ সাফল্যের মাধ্যমে বিনিয়োগকারীরা এ খাতে বিনিয়োগ করতে আগ্রহী হচ্ছে। যে কারণে বিনিয়োগকারীদের আরও আকৃষ্ট করতে ও পুরনো গ্রাহক ধরে রাখতে এআইভিত্তিক নতুন পণ্য উদ্ভাবনের দিকে ঝুঁকছে মেটা।

এরই ধারাবাহিকতায় ২০টিরও বেশি জেনারেটিভ এআইভিত্তিক পণ্যের ওপর পরীক্ষা চালাচ্ছে সোশ্যাল মিডিয়া জায়ান্টটি।

শেয়ারনিউজ, ১২ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর



রে