ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

বিনিয়োগকারীদের ঠকানোয় শাস্তির কবলে লুবরেফ

২০২৩ ডিসেম্বর ১০ ১৪:১৭:৪১
বিনিয়োগকারীদের ঠকানোয় শাস্তির কবলে লুবরেফ

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত লুব-রেফ বাংলাদেশের পরিচালনা পর্ষদ ২০২২-২৩ অর্থবছরে অর্জিত মুনাফার ৩০ শতাংশের কম ডিভিডেন্ড ঘোষণা করেছে। ফলে কোম্পানিটির ৭০ শতাংশের বেশি মুনাফা রিটেইন আর্নিংসে রাখা হবে। যে কারণে কোম্পানিটিকে রিটেইন আর্নিংসে রেখে দেওয়া মুনাফার উপর অতিরিক্ত ১০ শতাংশ হারে কর দিতে হবে।

লুব-রেফের পরিচালনা পর্ষদের শেয়ারহোল্ডারদের জন্য ঘোষণা করা ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের তথ্য ৫ নভেম্বর ডিএসইর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। যা কোম্পানিটির ২০২২-২৩ অর্থবছরের মুনাফার ১৪ শতাংশ।

জাতীয় রাজস্ব বোর্ডের ২০১৯-২০ অর্থবছরের আয়কর পরিপত্র অনুযায়ি, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে মুনাফার কমপক্ষে ৩০ শতাংশ ডিভিডেন্ড আকারে শেয়ারহোল্ডারদেরকে দিতে হবে। যদি ৩০ শতাংশের কম দেওয়া হয়, তাহলে রিটেইন আর্নিংসে স্থানান্তর করা পুরো অংশ বা কোম্পানিতে রেখে দেওয়া পুরোটার উপরে ১০ শতাংশ হারে অতিরিক্ত কর আরোপ করা হবে।

লুব-রেফের ২০২২-২৩ অর্থবছরে শেয়ারপ্রতি ১ টাকা ৪১ পয়সা হিসাবে ২০ কোটি ৪৮ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এর বিপরীতে কোম্পানিটির পর্ষদ ২ শতাংশ হিসেবে ২ কোটি ৯০ লাখ টাকার ডিভিডেন্ড ঘোষণা করেছে। যা মুনাফার ১৪.১৬ শতাংশ। বাকি ১৭ কোটি ৫৮ লাখ টাকা বা ৮৫.৮৪ শতাংশ রিটেইন আর্নিংসে রাখা হবে।

মুনাফার ৭০ শতাংশের বেশি রেখে দেওয়ার সিদ্ধান্তের ফলে ১৭ কোটি ৫৮ লাখ টাকার উপরে ১০ শতাংশ হারে অতিরিক্ত ১ কোটি ৭৬ লাখ টাকার অতিরিক্ত কর দিতে হবে লুব-রেফকে।

২০২১ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত লুবরেফের পরিশোধিত মূলধন রয়েছে ১৪৫ কোটি ২৪ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার রয়েছে ১৪ কোটি ৫২ লাখ ৪৩ হাজার ১৪৪টি। এরমধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৩৫.৭০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৮.৪০ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ০.০৬ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫৫.৮৪ শতাংশ শেয়ার।

শেয়ারনিউজ, ১০ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে