ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
Sharenews24

ইউরো ও কোপায় জায়গা নিশ্চিত করলো যারা

২০২৩ নভেম্বর ২২ ১৭:৪২:০৭
ইউরো ও কোপায় জায়গা নিশ্চিত করলো যারা

ক্রীড়া প্রতিবেদক : ২০২৪ সালের ১৪ জুন জার্মানিতে বসবে ইউরোর আসর। ইতোমধ্যে ওই আসরের জন্য ২৪ দলের মধ্যে ২১ দল তাদের জায়গা নিশ্চিত করেছে। অন্যদিকে আগামী জুনে যুক্তরাষ্ট্রে বসবে কোপা আমেরিকার আসর। ১৬ দল নিয়ে অনুষ্ঠিত হবে আসরটি। ১৪ দল টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করে ফেলেছে।

ইউরোয় জায়গা নিশ্চিত করা দল: বাছাই থেকে আসা ২০ দল:

বেলজিয়াম, ফ্রান্স, পর্তুগাল, স্কটল্যান্ড, স্পেন, তুরস্ক, অস্ট্রিয়া, ইংল্যান্ড, হাঙ্গেরি, স্লোভাকিয়া, আলবেনিয়া, ডেনমার্ক, নেদারল্যান্ডস, রোমানিয়া, সুইজারল্যান্ড, সার্বিয়া, ইতালি, ক্রোয়েশিয়া, চেক রিপাবলিক, স্লোভেনিয়া। স্বাগতিক কোটায় সরাসরি বিশ্বকাপে আছে জার্মানি।

আসরের বাকি তিন দল আসরে প্লে অফ থেকে। তেমন বড় দল অবশ্য প্লে অফে নেই।

প্লে অফ খেলবে-

ইউক্রেন, পোল্যান্ড, সুইডেন, ফিনল্যান্ড, আইসল্যান্ড, গ্রিস, ইসরায়েল, বসনিয়া, জর্জিয়া, কাজাখস্তান, লুক্সেমবার্গ ও এস্তোনিয়া।

কোপা আমেরিকায় কনমেবল থেকে ১০টি ও কনকাকাফ থেকে ৪টি দল জায়গা নিশ্চিত করেছে।

কনমেবলের ১০ দল:

আর্জেন্টিনা, ব্রাজিল, বলিভিয়া, চিলি, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে, পেরু, উরুগুয়ে, ভেনেজুয়েলা।

কনকাকাফ:

পানামা, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, জামাইকা।

প্লে অফ খেলবে:

কানাডা, হন্ডুরাস, ত্রিনিদাদ এন্ড টোবাগো, কোস্তারিকা। চার দলের মধ্যে দুই দল পাবে কোপা আমেরিকার টিকিট।

শেয়ারনিউজ, ২২ নভেম্বর ২০২৩

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে